প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরু করে মাঝপথে ছন্নছেড়া অবস্থা শেখ জামালের। টানা পাঁচ ম্যাচে জয়ের পর টানা চার ম্যাচে ড্রয়ের হোঁচট খেয়ে বসে হলুদ বাহিনী। ব্রাদার্সকে হারিয়ে জয়ের স্বস্তি ফিরলেও মঙ্গলবার ম্যাচে আবারও পয়েন্ট খোয়ালো জামাল।
পয়েন্ট হারানোর সঙ্গে দলের সবচেয়ে বড় অস্ত্রদের একজন সুলায়মান সিল্লাহকেও হারাল শফিকুল ইসলাম মানিকের বাহিনী। লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নিয়েছেন গাম্বিয়ান এই তারকা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জের কাছে ১-১ ব্যবধানে ড্র করে শেখ জামাল।
ম্যাচে আধিপত্য নিয়ে খেললেও ইদানিং গোলখরায় ভোগা শেখ জামাল প্রথমার্ধে শেষে গোলশূন্য নিয়ে বিরতিতে যায়।
ফিরে জায়ান্ট কিলার রহমতগঞ্জকে চেপে ধরে জামাল। ম্যাচের ৪৯ মিনিটে কর্নার কিকে দৃষ্টিনন্দন সরাসরি গোল করেন ওটাবেক ভালিদজানোভ। দারুণ শুরুর পর নিজেদের গোলবার বেশিক্ষণ অক্ষুণ্ণ রাখতে পারেনি জামাল।
ম্যাচের ৫৩ মিনিটে সমতা আনে পুরান ঢাকার দলটি।
শাহেদুল আলম জুনিয়রের পাস থেকে দারুণ গোল করেন ক্রিস্টোফার রেমি। রহমতগঞ্জের জার্সিতে রেমির এটি চার নম্বর গোল।
সমতার ম্যাচটা জয়ে পরিণত করতে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। গোল না পেলেও দুই হলুদ কার্ড দেখে ম্যাচের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন জামালের অ্যাটাকিং মিডফিল্ডার সুলায়মান সিল্লাহ।
হলুদ জার্সিতে ছয় গোলের পাশাপাশি চার অ্যাসিস্ট থাকা সুলায়মান আগামী সাত মার্চ মোহামেডানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করবেন। তাকে ছাড়া বড় পরীক্ষা দিতে হবে মানিকের বাহিনীকে।
এ ড্রয়ে অবশ্য পয়েন্ট টেবিলে খুব একটা পরিবর্তন আসেনি। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে শেখ জামাল। ১০ পয়েন্ট নিয়ে এগার নম্বরে অবস্থান করছে রহমতগঞ্জ।