রিয়াল সোসিয়েদাদের কাছে পয়েন্ট খুইয়ে লিগের শীর্ষ দলের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের শেষ মুহূর্তের গোলে ১-১ ফল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় চ্যাম্পিয়নদের।
নিজেদের মাঠে ৫৫ মিনিটে পর্তুর গোলে পিছিয়ে পড়ার পর, ৮৯ মিনিটে ভিনিসিয়াসের গোলে পরাজয় এড়ায় রিয়াল।টানা চার ম্যাচ জেতার পর পয়েন্ট হারাল তারা। আর এতে নিজের দোষ দেখছেন দলের কোচ জিদান। দ্বিতীয়ার্ধে মাঝমাঠ ও ফাইনাল থার্ডের শক্তি বাড়াতে রক্ষণে খেলোয়াড় কমিয়ে দেন তিনি। ম্যাচ শেষে ক্রীড়া দৈনিক মারকাকে বলে এটা ট্যাকটিকাল ভুল হয়ে থাকতে পারে তার।‘যেভাবে প্রেসিং খেলছিলাম সেটাতে সন্তুষ্ট হতে পারছিলাম না। যে কারণে ফরমেশন বদলাই। এই নিয়ে তিনবার হলো, হ্যাঁ হয়তো (ভুল হয়েছে)।’কৌশল বদলানোর পাশাপাশি ম্যাচে নিজের শিষ্যদের কিছুটা ক্লান্ত লাগছিল দেখে বদলটা জরুরি ছিল মনে করেন এই ফরাসি ট্যাকটিশিয়ান।‘এক ঘণ্টা পর সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। এ কারণেই বদল করতে হয়েছে। মাঝেমধ্যে খেলোয়াড় বা কৌশল বদলে দেখতে হয় পরিস্থিতিতে বদল আসে কি না।’সামনের সপ্তাহে মাদ্রিদ ডার্বি খেলতে আতলেতিকো মাদ্রিদের মাঠে নামতে যাচ্ছে রিয়াল। বড় ম্যাচের আগে সোসিয়েদাদের বিপক্ষে হোঁচট খুব একটা প্রভাব ফেলবে না ধারণা জিদানের।‘ভালোই খেলেছি আমরা। সুযোগ পেয়েছিলাম তিনি-চারটা। ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে ও বিশ্রাম নিতে হবে। আজকে যেমনটা খেলেছি, সেটার জন্যে ডার্বিতে কিছু বদলাচ্ছে না। ওখানে গিয়ে আমাদের দারুণ খেলতে হবে।’ড্রয়ের পর লিগ টেবিলের তিনে আছে রিয়াল মাদ্রিদ। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৫৩। দুইয়ে থাকা বার্সেলোনার সংগ্রহ সমান ম্যাচে ৫৫। আর সবার ওপরে থাকা আতলেতিকো মাদ্রিদ এক ম্যাচ কম খেলে সংগ্রহ করেছে ৫৮ পয়েন্ট।