গত এক বছর ধরে যেন স্বস্তির নিঃশ্বাসই ফেলতে পারছে না বার্সেলোনা। অধিনায়ক লিওনেল মেসি ক্লাব ছাড়তে চেয়েছেন। এরপর পদত্যাগ করেছিলেন সভাপতি হোসেপ মারিয়া বার্তোমিউ ও তার পরিচালকবৃন্দ। এবার সেই বার্তোমিউকে নিয়েই নতুন ঝামেলায় পড়েছে কাতালান ক্লাবটি।
সোমবার কাতালোনিয়ার পুলিশ সাবেক বার্সা সভাপতি বার্তোমিউ, প্রধান নির্বাহী অস্কার গ্রাউসহ আরও কয়েকজনকে গ্রেফতার করেছে।
সোমবার কাতালান ক্লাবটিতে প্রবেশ করে কাতালান পুলিশের অর্থনৈতিক তদন্ত বিভাগের কয়েকজন সদস্য। পরবর্তীতে বার্সেলোনা একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানায়, সব ধরণের তদন্তে সহায়তা করবে তারা।
২০২০ সালের শুরুতে স্প্যানিশ সংবাদ মাধ্যমে প্রকাশ পায়, বার্তোমিউ এবং তৎকালীন বার্সেলোনা বোর্ড তাদের সমালোচনাকারী সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অবমাননা করার জন্য একটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা সংস্থার সাহায্য নেয়। যদিও বার্তোমিউর অধীনে থাকা তৎকালীন বার্সা বোর্ড সেটি অস্বীকার করে।
স্প্যানিশ রেডিও ‘কাদেনা এসইআর’ এর মতে, বার্তোমিউ, গ্রাউ এবং অন্যান্যরা গ্রেফতার হয়েছেন ‘অসৎ ব্যবস্থাপনা, দুর্নীতি ও মানি লন্ডারিং’ এর দায়ে।
কাতালান পুলিশ পরবর্তীতে নিশ্চিত করেছে, তারা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। যদিও গ্রেফতারকৃতদের নাম তারা প্রকাশ করেনি।
গত অক্টোবরে বার্সেলোনা সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন বার্তোমিউ। এখনও তার স্থলাভিষিক্ত বাছাইয়ের জন্য নির্বাচন হয়নি। সেই নির্বাচন হবে ৭ মার্চ।