বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবাহনীকে উড়িয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল কিংস

  •    
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৫২

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার আবাহনীকে রীতিমত ৪-১ গোলে উড়িয়ে দিল কিংস। আর্জেন্টাইন রাউল বেসেরার জোড়া গোলের ঝলকের সঙ্গে ব্রাজিলিয়ান জোনাথন ও রবসন রবিনহোর দুর্দান্ত ফুটবল নৈপুণ্য বড় জয় এনে দিয়েছে অস্কার ব্রুজনকে। এ জয়ে শিরোপা দৌড়ে অনেকটা এগিয়ে গেল কিংস।

চলতি প্রিমিয়ার লিগের দুই অপরাজিত হেভিওয়েট দলের ম্যাচ। শিরোপার দৌড়ে এগিয়ে থাকা দুই দলের ম্যাচ। অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংসের সামনে অপরাজিত ঢাকা আবাহনীর হাইভোল্টেজ ম্যাচটা যে এমন একতরফা হবে তা ভুলেও হয়তো মাথায় আনবে না কেউ। বলতে গেলে আবাহনীকে দাঁড়াতেই দিল না কিংস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার আবাহনীকে রীতিমত ৪-১ গোলে উড়িয়ে দিল কিংস। এ ম্যাচেও অনুমেয় লাতিন আমেরিকার জাদু দেখেছে ফুটবল সমর্থকরা।

আর্জেন্টাইন রাউল বেসেরার জোড়া গোলের ঝলকের সঙ্গে ব্রাজিলিয়ান জোনাথন ও রবসন রবিনহোর দুর্দান্ত ফুটবল নৈপুণ্য বড় জয় এনে দিয়েছে অস্কার ব্রুজনকে। এ জয়ে শিরোপা দৌড়ে অনেকটা এগিয়ে গেল কিংস।ম্যাচের ১৮ মিনিটে লাতিন জাদুতে এগিয়ে যায় কিংস। ডি-বক্সের ভেতরে ডান প্রান্ত থেকে বাঁ পায়ে দারুণ শট নেন রবসন রবিনিয়ো। শটটা বারে লেগে ফিরে আসার সময় আলতো টোকায় বল জালে জড়ান রাউল বেসেরা।

সাত মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করে কিংস। এবার কর্নার থেকে রবসনের কিকটা দারুণভাবে ব্যাকহিল করেন ডিফেন্ডার খালেদ শাফিহ। গোলকিপার শহীদুল আলম সোহেলকে ফাঁকি দিয়ে শটটা গোললাইন ক্রস করে। অবশ্য বলটাকে ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন সোহেল। ফলে ২-০ ব্যবধান করে ফেলে লিগ টপাররা।

দুই গোলের লিডের স্বস্তি নিয়ে বিরতিতে যায় কিংস।

দ্বিতীয়ার্ধেও যেন আরও ক্ষীপ্র হয়ে ওঠে কিংস। আবাহনীর রক্ষণে আক্রমণের পসরা সাজিয়ে ব্যবধান মুহূর্তেই ৪-০ করে ফেলে অস্কার ব্রুজনের শিষ্যরা।

ম্যাচের ৫১ মিনিটে বেসেরার বুদ্ধিদীপ্ত পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন জোনাথন ফার্নান্দেজ। সামনে একমাত্র গোলকিপার সোহেল ছাড়া কেউ না থাকায় ঠান্ডা মাথায় বামে বল ঠেলে জালে জড়ান এই ব্রাজিলিয়ান।

তিন গোলের লিডকেও যথেষ্ট মনে করেনি কিংস। প্রতিপক্ষ আবাহনী বলেই কি না বল দখলের লড়াইটা নিজেদের দখলে রেখে হালি গোল পূর্ণ করে তারা। এবার ম্যাচের ৭৬ মিনিটে জোনাথনের পাস থেকে গোল করে ব্যবধান ৪-০ করে ফেলেন রাউল বেসেরা। তার জোড়া গোলেই আবাহনীর বড় হার প্রায় নিশ্চিত হয়ে যায়।

ম্যাচে ফিরতে একটু বেশি বিলম্বই করে ফেলে মারিও লেমসের আবাহনী। ৮১ মিনিটে পেনাল্টি থেকে আকাশী-হলুদদের সান্ত্বনাসূচক গোলটি করেন কারভেন্স বেলফোর্ট।

এ জয়ে লিগে অপরাজিত থাকার ধারাটাও অব্যাহত রাখল কিংস। টানা চার ম্যাচে জয় তুলে নিয়েছে ব্রুজনের শিষ্যরা। অন্যদিকে লিগে অপরাজিত থাকা হলো না আবাহনীর। কিংসের কাছে লিগে প্রথম হারের স্বাদ পেতে হয় জায়ান্টদের।

এ জয়ে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরো পাকাপোক্ত করে ফেলল বসুন্ধরা কিংস। ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে কিংসের পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলা আবাহনীর পয়েন্ট ২২। লিগ টাইটেলের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল কিংস।

এ বিভাগের আরো খবর