লিগে কোনো জয়ের দেখা না পাওয়া উত্তর বারিধারা উপহার দিল দারুণ চমক। হেভিওয়েট শেখ রাসেলকে হারিয়ে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা দলটি।
টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে রোববার বিকেলে দশম রাউন্ডের ম্যাচে এগিয়ে যাবার পরও বারিধারার কাছে ২-১ গোলে হারে শেখ রাসেল। দারুণ কামব্যাকে জয় নিয়ে মাঠ ছাড়ে বারিধারা।
প্রথম পাঁচ ম্যাচে অপরাজিত থাকা শেখ রাসেলের এটা লিগের চতুর্থ হার। এর আগে লিগে শেখ জামালের কাছে প্রথমবার হারের স্বাদ পায় সাইফুল বারী টিটুর শিষ্যরা।
আর শেখ জাহিদুর রহমানের বারিধারা ছিল প্রথম জয়ের অপেক্ষায়। সেই অপেক্ষার অবসান যে এমন দুর্দান্ত কামব্যাকে হবে তাও শেখ রাসেলের মতো দলের বিপক্ষে, সেটা অনুমান করা যায়নি।
টঙ্গীতে প্রথম জয়ের দেখা পায় তারা।
ম্যাচের ১৫ মিনিটেই লিড নেয় শেখ রাসেল। গোল করে দলকে দারুণ শুরু এনে দেন খন্দকার আশরাফুল ইসলাম। লিডের স্বস্তি নিয়ে বিরতিতে যায় রাসেল।
ফিরেই সব হিসাব ওলট-পালট করে দেয় বারিধারা। দ্বিতীয়ার্ধে নেমে দুই মিনিটের মধ্যে মোহাম্মদ সাইদের গোলে সমতায় ফেরে তারা (১-১)।অপেক্ষা শুরু হয় জয়সূচক গোলের।ম্যাচের ৭৪ মিনিটে কোচনেভের পাস থেকে বল জালে জড়ান পাপন সিং (২-১)। জয় নিশ্চিত করার জন্য এই গোলই শেষ পর্যন্ত যথেষ্ট হয়।ম্যাচে আর ফেরা হয়নি টিটু বাহিনীর। লিগে প্রথম জয়ের স্বস্তি নিয়ে মাঠ ত্যাগ করে বারিধারা। আর টানা দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ নিয়ে ফিরতে হয় রাসেলকে।
এ জয়ে দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের ৯-এ উঠে এসেছে বারিধারা। ১১ ম্যাচে ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। অন্যদিকে হারে ১৭ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে শেখ রাসেল।