বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিতে ভর করে সেভিয়ার মাঠে বার্সার জয়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:৩৮

অধিনায়ক লিওনেল মেসি ও উসমান ডেম্বেলের গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে ঘরে ফিরছে বার্সেলোনা। এই জয় দিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে রোনাল্ড ক্যুমানের শিষ্যরা।

আড়াই সপ্তাহ আগে সেভিয়ার মাঠে এসে কোপা দেল রে এর ম্যাচে ২-০ গোলের হার মানতে হয় বার্সেলোনাকে। ঠিক ১৭ দিন পর লা লিগার ম্যাচের জন্য সেভিয়ার মাঠে কাতালানরা ফেরে শনিবার। এবার অবশ্য ভুল করেনি তারা।

অধিনায়ক লিওনেল মেসি ও উসমান ডেম্বেলের গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে ঘরে ফিরছে বার্সেলোনা। এই জয় দিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে রোনাল্ড কুমানের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই সেভিয়াকে চাপে রাখে বার্সেলোনা। প্রথম ২৫ মিনিটে হয়নি উল্লেখযোগ্য কিছু।

২৯তম মিনিটে গিয়ে মাঝমাঠে বল পেয়ে দারুণ এক পাসে ডেম্বেলেকে খুঁজে নেন মেসি। সেভিয়া গোলকিপার বোনোর পায়ের মাঝখান দিয়ে বল জালে জড়াতে ভুল করেননি এই ফরাসি উইঙ্গার।ডেম্বেলের এই গোলে লা লিগায় পাঁচ ম্যাচ পরে প্রথম গোল হজম করে সেভিয়া।

দ্বিতীয়ার্ধে আরও বেশ কিছু সুযোগ পায় বার্সা। কিন্তু সার্জিনিয়ো ডেস্টের শট ফিরে আসে বারে লেগে। এরপর ডেম্বেলের পাস থেকে মেসি বল মারেন বারের বেশ ওপর দিয়ে।

চাপ বাড়াতে থাকে সেভিয়াও। লিগ জয়ের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া কোনো উপায় ছিল না দুই দলেরই। তার উপর সপ্তাহখানেক আগেই কাদিসের সঙ্গে সুযোগ নষ্ট করে পয়েন্ট হারানো বার্সেলোনার মনে ভয় ছিল পয়েন্ট খোয়ানোর।

সেটি যেন না হয়, তা নিশ্চিত করেন মেসি। ১৮ বছর বয়সী ইলাইশ মরিবার পাস থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি এই আর্জেন্টাইন। তার গোলেই নিশ্চিত হয় বার্সার জয়।এটি ছিল মেসির লিগে ১৯তম গোল। লা লিগার গোলদাতাদের তালিকার শীর্ষে আছেন বার্সা অধিনায়ক।

সব ভালোর ম্যাচেও বিপদের শঙ্কায় বার্সেলোনা। চোট পেয়ে ৭১ মিনিটে মাঠ ছাড়তে হয় পেদ্রিকে। আর চোট থেকে ফেরা রোনাল্ড আরাউহো খেলতে পারেন মাত্র ১৩ মিনিট। আবারও চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে।

এই জয়ে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ।এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তিন নম্বরে। ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে সেভিয়া।

এ বিভাগের আরো খবর