গত বছর নভেম্বরে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচে লিগামেন্টে চোট পান জাতীয় দলের স্ট্রাইকার নবীব নেওয়াজ জীবন। কিছুটা সুস্থ হওয়ার পর ক্লাবের হয়ে ফেডারেশন কাপ খেললেও লিগে এক ম্যাচের বেশি মাঠে নামতে পারেননি ঢাকা আবাহনীর এই ফরোয়ার্ড।
পুরনো সেই ইনজুরিতে কাবু জীবন মাঠের বাইরে গত দেড় মাস মাস ধরে। চোট সারাতে অস্ত্রোপচারের দরকার হলে চার মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে তাকে।ফলে সামনের মার্চ ও জুনে বিশ্বকাপ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে জাতীয় দলের হয়ে খেলা অনিশ্চিত এই স্ট্রাইকারের।
লিগে প্রথম ম্যাচে চোট পাওয়ার পর হাসপাতালে এমআরআই করান জীবন। দুই রকমের ফল আসায় ভারতে চিকিৎসা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতের কলকাতায় এমআরআইয়ের ফলের উপর সিদ্ধান্ত নেবেন এই স্ট্রাইকার। অস্ত্রোপচার করাতে হলে সারতে সময় লাগবে চার মাস।
জীবন বলেন, ‘দুইবার এমআরআই করিয়েছি। দুইবারই ভিন্ন ফল এসেছে। এখন আগামী মাসে কলকাতায় যাবো। সেখানে পরীক্ষার পর যদি মনে হয় এসিএল সার্জারি করতে হবে। তাহলে করে ফেলবো।’
সেক্ষেত্রে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব ও বিশ্বকাপ বাছাই খেলতে পারছেন না জীবন। অস্ত্রোপচার করতে না হলে পুনর্বাসনের মধ্য দিয়ে মাঠে ফিরবেন তিনি। বলেন, ‘তবে অস্ত্রোপচার না করতে হলে তখন হয়তো মাঠে ফেরার সুযোগ থাকবে।’
জীবনকে ছাড়াই রোববার বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী।