প্রিমিয়ার লিগে ঘটনাবহুল ম্যাচ দেখলেন ফুটবল সমর্থকরা। আশির দশকে এমনটা হতো। সবুজ ঘাসের উত্তেজনা ছড়িয়ে পড়ত গ্যালারি পর্যন্ত। মাঠ, ডাগআউট ও গ্যালারি জন্ম দিত শত শত আলোচনার।
তেমনই একটা ম্যাচ বলা যেতে চট্টগ্রাম আবাহনী-মোহামেডান ম্যাচ। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
ম্যাচের ফল ছাপিয়ে খেলার শিরোনাম হয় ডাগআউটে ধস্তাধস্তি নিয়ে লাল কার্ডের ঘটনা ও গ্যালারিতে দর্শককে লাঞ্ছনার ঘটনা।
দুই রাকিবের গোলে ৫৪ মিনিটের মধ্যে ম্যাচের ফল দাঁড়ায় ১-১ সমতায়। ঘটনার সূত্রপাত তার পরপরই।
৬২ মিনিটে থ্রো পায় মোহামেডান। আতিকুজ্জামান থ্রো করার প্রস্তুতি নিলে তার সামনে দেয়াল হয়ে দাঁড়ান আবাহনীর রাকিব। বলটা তার গায়ে লাগলে ডাগআউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই ঘটনাকে সামনে রেখে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দুই দলের কর্মকর্তারা। শেষ পর্যন্ত লাল কার্ড দিয়ে পরিস্থিতি শান্ত করতে হয় রেফারিকে। চট্টগ্রাম আবাহনীর টিম ম্যানেজার আরমান আজিজ ও মোহামেডানের টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্স লাল কার্ড দেখে ডাগআউট ত্যাগ করেন।
এ নিয়ে বাফুফে অভিযোগ করবেন বলে নিউজবাংলাকে জানালেন আবাহনীর ম্যনেজার আরমান আজিজ, ‘রাকিবের গায়ে ইচ্ছা করেই মারা হয়। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে ধাক্কা দেন প্রিন্স ভাই। এভাবে ধাক্কা দেয়ার কোনো অর্থ হয় না। এর বিরুদ্ধে আমি চিঠি দিব বাফুফেতে।’
মোহামেডানের ম্যানেজার প্রিন্স বলেন, ‘আরমান আমাদের ডাগআউটে এসে কোচ শন লেনকে গালিগালাজ করতে থাকলে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিই। ধস্তাধস্তির কোনো উদ্দেশ্য ছিল না। সরিয়ে দেয়ার জন্যই ধাক্কা দিতে হয়। একটু জোরেই অবশ্য ধাক্কা হয়ে গিয়েছিল। তবে ইনটেনশন অন্য কিছু ছিল না।
‘আমি কোনো চিঠি দিব না। মাঠের মধ্যে এমন হতেই পারে। এটা মাঠের মধ্যেই শেষ। মাঠের বাইরে নেয়ার কোনো কারণ দেখি না।’
লিগ তিন জয়ের পর ড্র করেছে মোহামেডান। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে মোহামেডান। ছবি: বাফুফে
প্রায় পাঁচ মিনিট ম্যাচ বন্ধ থাকে এই ঘটনায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে গ্যালারিতে ছড়িয়ে পড়ে আরেক উত্তেজনা।
গ্যালারিতে মোহামেডানের পতাকা ছেঁড়ার ঘটনায় এক দর্শককে লাঞ্ছনা করে সাদা-কালো সমর্থকরা। ওই দর্শককে মারতে মারতে গ্যালারির নিচে আনা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে সেই দর্শককে উদ্ধার করে।
ডাগআউট-গ্যালারির উত্তেজনার মতো মাঠেও উত্তাপ ছড়িয়েছে। আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনায় ভরপুর ম্যাচটা উপভোগ্য ছিল। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
এ ড্রয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে মোহামেডান। এক ম্যাচ বেশি খেলে একই পয়েন্ট নিয়ে ছয়ে চট্টগ্রাম আবাহনী।