বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মেসি একাই সব করতে পারবে না’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:২৭

২০২১ সালে মেসি করেছেন ১৩ গোল, যা এই বছরের সর্বোচ্চ। লা লিগায় সব মিলিয়ে ১৮ গোল এই আর্জেন্টাইনের, যা লিগে সর্বোচ্চ।

রোনাল্ড কুমানের অধীনে এই মৌসুমে শুরুটা ভালো হয়নি বার্সেলোনার। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে কাতালানরা। লা লিগায় টানা ১৪ ম্যাচ অপরাজিত ব্লুগ্রানা।

এই ঘুরে দাঁড়ানোয় দারুণ ভূমিকা রেখেছেন তাদের অধিনায়ক লিওনেল মেসি। ২০২১ সালে মেসি করেছেন ১৩ গোল। যা এই বছরের সর্বোচ্চ। লা লিগায় সব মিলিয়ে ১৮ গোল এই আর্জেন্টাইনের। যা লিগে সবার চেয়ে বেশি।

লা লিগায় শনিবার সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচের আগে সংবাদমাধ্যমকে কুমান বলেন, শুধু মেসি নয় দায়িত্ব নিতে হবে বাকিদেরও।

‘অভিজ্ঞ খেলোয়াড়েরা সবকিছু করতে পারবেন না। মেসি একাই ১৭-১৮ গোল করেছে। যা বাকি সবার গোলের সমান। দায়িত্ব ভাগ করে নিতে হবে’, বলেন ক্যুমান।

মেসি বাদে বার্সেলোনা দলের বাকি সবাই গোল পেতে সমস্যায় ভুগছেন। আঁতোয়ান গ্রিজমান এই মৌসুমে লা লিগায় গোল করেছেন মাত্র ছয়টি। সুযোগ নষ্ট করেছেন ১০টি।

লিগে বার্সেলোনার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা আনসু ফাতি। যিনি চোটের কারণে নভেম্বরের পরে খেলতে পারেননি।

পয়েন্ট টেবিলে বার্সেলোনা ও সেভিয়া আছে ৩ ও ৪ নম্বরে। আপাতত দুই পয়েন্টে এগিয়ে থাকলেও বার্সেলোনা সেভিয়ার চেয়ে ম্যাচ খেলেছে একটি বেশি। এই ম্যাচে জয় ছাড়া কোনো উপায় নেই বার্সেলোনার।সেভিয়ার বিপক্ষেই কোপা দেল রে এর প্রথম লেগে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। দ্বিতীয় লেগ হবে বুধবার।

দুটি ম্যাচেই জয় প্রয়োজন সেটা জানেন কুমান। তিনি বলেন, ‘সেভিয়ার সঙ্গে দুটি ম্যাচ ভিন্ন। শনিবার খেলব লা লিগার ম্যাচ। বুধবার কোপা দেল রের। আমাদেরকে দুটি ম্যাচই জিততে হবে। লিগে জয়ের ধারা বজায় রাখার আশা রাখছি।’

সেভিয়ার সঙ্গে লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠে ১-১ ব্যবধানে ড্র করে বার্সেলোনা। দ্বিতীয় ম্যাচটি সেভিয়ার মাঠ রামন সানচেস পিহুয়ানে। সেই ম্যাচের আগে বার্সার জন্য সুখবর তরুণ সেন্টার ব্যাক রোনাল্ড আরাউহোর ফিরে আসা।

এই মৌসুমে বার্সেলোনার সেরা ডিফেন্ডার এই উরুগুইয়ান। তার অবর্তমানে সেভিয়ার বিপক্ষে কোপা দেল রে ও পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ হেরেছে বার্সেলোনা।

এ বিভাগের আরো খবর