বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩৬০ মিনিট পর জয়ের স্বস্তি শেখ জামালের

  •    
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ২১:২৪

দীর্ঘ চার ম্যাচে প্রতীক্ষার পর অবশেষে লিগে স্বস্তির জয়ে দেখা পেল হলুদ বাহিনী। মিনিটের হিসেবে ৩৬০ মিনিট পর। চার ড্রয়ের পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলে হারায় শেখ জামাল।

বসুন্ধরা কিংসের সঙ্গে পাল্লা দিয়ে প্রিমিয়ার লিগে দাপট দেখাচ্ছিল শেখ জামাল। টানা পাঁচ ম্যাচে দুর্দান্ত ফুটবল নৈপুণ্য দেখিয়ে জয় পাওয়া ধানমন্ডির জায়ান্টরা পরের চার ম্যাচে হোঁচট খায়। হঠাৎ ছন্দপতনে কিংসের সঙ্গে শুধু দূরত্বই বেড়েছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যদের।

দীর্ঘ চার ম্যাচে প্রতীক্ষার পর অবশেষে লিগে স্বস্তির জয়ে দেখা পেল হলুদ বাহিনী। মিনিটের হিসেবে ৩৬০ মিনিট পর।

চার ড্রয়ের পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলে হারায় শেখ জামাল।

এই ম্যাচে ঝলক উপহার দিয়েছেন দুই গাম্বিয়ান সুলায়মান সিল্লাহ ও পা ওমর জবে। তাদের সঙ্গে গোলের মিছিলে আজ যোগ দিয়েছেন উজবেকিস্তানের মিডফিল্ডার ওটাবেক ভালিদজানোভ।

ম্যাচের ৩৪ মিনিটে মনির হোসেনের পাস থেকে বল জালে জড়িয়ে শেখ জামালকে লিড এনে দেন সুলায়মান সিল্লাহ। এক গোলের লিড নিয়ে বিরতি যায় মানিকের শিষ্যরা।

ফিরেই ব্রাদার্স ইউনিয়নের রক্ষণে আবারও তাণ্ডব চালায় তারা। তারই ধারাবাহিকতায় ৫৯ মিনিটে সলোমন কানফর্মের বাড়িয়ে দেয়া পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন পা ওমর জবে। সঙ্গে লিগের সর্বোচ্চ গোলের তালিকায় কিংসের রবসন রবিনিয়োর সঙ্গে শীর্ষে উঠে আসলেন এই গাম্বিয়ান। দু’জনের গোলের সংখ্যা ১২।

১০ ম্যাচে আট হারে পয়েন্ট টেবিলের ১২ তম অবস্থানে ব্রাদার্স ইউনিয়ন। তলানিতে আছে আরামবাগ

জবের পর ৭৬ মিনিটে ওটাবেক ভালিদজানোভের গোলে ব্যবধান মুহূর্তেই ৩-০ করে ফেলে শেখ জামাল। ৮১ মিনিটের মাথায় ম্যাচে ব্যবধান কমায় ব্রাদার্স ইউনিয়ন। হাসাবোয়েভের পাস থেকে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন ব্রাদার্সের ফয়সাল মাহমুদ।

এ জয়ে ঢাকা আবাহনীকে সরিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে শেখ জামাল। কিংসের সঙ্গে তাদের দূরত্ব কমে দাঁড়াল নয়। ১০ ম্যাচে ২২ পয়েন্ট অর্জন করেছে শেখ জামাল। আর এক ম্যাচ বেশি খেলে কিংসের পয়েন্ট ৩১। আর ১০ ম্যাচে আট হারে ১২তম অবস্থানে ব্রাদার্স ইউনিয়ন।

এ বিভাগের আরো খবর