বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হারের বৃত্তেই আরামবাগ, তৃতীয় জয় পুলিশের

  •    
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ২০:১০

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগকে ২-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশ এফসি। এ জয়ে লিগে নিজেদের তৃতীয় জয়ের দেখা পেল পুলিশ।

প্রিমিয়ার লিগে হারের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না আরামবাগ ক্রীড়া সংঘ। টানা আট ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আগের ম্যাচে বারিধারাকে রুখে দিয়ে সান্ত্বনার এক পয়েন্ট পাওয়া আরামবাগ হেরেছে বৃহস্পতিবারের ম্যাচেও।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগকে ২-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশ এফসি। এ জয়ে লিগে নিজেদের তৃতীয় জয়ের দেখা পেল পুলিশ।

ম্যাচের ১৪ মিনিটে জামির উদ্দিনের গোলে লিড নেয় পুলিশ। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। বাল্লো ফামৌসার পাস থেকে বল জালে জড়ান ফ্রেডেরিক পুডা।

দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ম্যাচ।

দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়ার চেষ্টা করে আরামবাগ। ম্যাচের ৭২ মিনিটে দলের হয়ে গোল করেন নিহাত জামান উচ্ছ্বাস।

আরামবাগের জার্সিতে টানা তিন ম্যাচে একবার করে বল জালে জড়ান উচ্ছ্বাস।

তবে এর পর আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পুলিশ। ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই হারের স্বাদ পায় আরামবাগ।

এ জয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের আটে অবস্থান করছে পুলিশ। আর এক পয়েন্ট নিয়ে তলানিতেই আরামবাগ।

এ বিভাগের আরো খবর