বার্সেলোনার সামনে সুযোগ ছিল লা লিগার শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়ে ছয় পয়েন্টে নামিয়ে আনার। কিন্তু গত রোববার ঘরের মাঠে কাদিজের সঙ্গে ড্র করে সেই সুযোগ হারায় কাতালানরা। তবে সেই ব্যবধান পাঁচ পয়েন্টে অবশেষে কমিয়ে আনল তারা।
অধিনায়ক লিওনেল মেসির জোড়া গোলের বদৌলতে এলচেকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। অন্য গোলটি করেন জর্দি আলবা।
আগের ম্যাচেই কাদিজের বিপক্ষে সুযোগ নষ্টের প্রদর্শনী করেছিল বার্সেলোনা। এলচের বিপক্ষে প্রথমার্ধেও দেখা গেল সেই চিত্র। সুযোগ তৈরি হলো সামান্য। কিন্তু তার কোনোটি থেকেই গোল করতে পারেনি বার্সা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে বসে রোনাল্ড ক্যুমানের শিষ্যরা। মার্টিন ব্র্যাথওয়েইটের সঙ্গে ওয়ান-টু পাস খেলে এলচে বক্সে ঢুকে পড়েন মেসি; এগিয়ে নেন কাতালানদের।
৬৮ মিনিটের মাথায় নিজেদের অর্ধের বাম পাশে বল পেয়ে তিন জনকে পাশ কাটিয়ে মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং চলে যান এলচে বক্সে; খুঁজে নেন মেসিকে। ভুল করেননি মেসি; তুলে নেন লিগে নিজের ১৮তম গোল।
মিনিট পাঁচেক পরে মেসির লং বল থেকে হেড করে আলবার পায়ে বল তুলে দেন ব্র্যাথওয়েইট, তাতে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন আলবা।
এই জয়ের পর ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট হলো বার্সেলোনার। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে তারা।
ম্যাচশেষে ক্যুমান বলেন, দলের মানসিকতা তার পছন্দ হয়েছে।
‘দলের মানসিকতা আমার পছন্দ হয়েছে। প্রথমার্ধে গোল করতে পারিনি মানে এই নয় যে আমাদের মানসিকতা খারাপ ছিল। কিছু কিছু সময় কোনো কিছুই কাজ করে না। আমরা মানুষ, মেশিন নই।’