বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আতালান্তার মাঠে কষ্টার্জিত জয় রিয়ালের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১২:০৫

লেফট ব্যাক ফারল্যান্ড মেন্ডির গোলে ইতালির ক্লাব আতালান্তার মাঠ থেকে ১-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডটা ভালো যায়নি স্প্যানিশ দলগুলোর। বার্সেলোনা, সেভিয়া, আতলেতিকো মাদ্রিদ নিজেদের প্রথম লেগের ম্যাচ হেরেছে।

সেই ধারা ভাঙল রিয়াল মাদ্রিদ। লেফট ব্যাক ফারল্যান্ড মেন্ডির গোলে ইতালির ক্লাব আতালান্তার মাঠ থেকে ১-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

ম্যাচের শুরু হওয়ার মাত্র ১৭ মিনিটের মাথায় ধাক্কা খায় স্বাগতিক আতালান্তা। নিজেদের বক্সের কাছে মেন্ডিকে তাদের মিডফিল্ডার রেমো ফ্রয়লার ফাউল করলে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

১০ জনের দলে পরিণত হওয়ার পর ইতালিয়ানদের লক্ষ্য ছিল গোলশূন্য ড্র। একজন কমে যাওয়ার পর প্রায় ৭০ মিনিট নিজেদের জালে রিয়ালকে বল জড়াতে দেয়নি আতালান্তা। তবে সেটায় নিজেদের কৃতিত্ব বাদেও ব্যর্থতা আছে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের।

৮৬ মিনিটে ছোট করে লুকা মডরিচের কাছে কর্নার থেকে পাস দেন টনি ক্রুস। মডরিচ খুঁজে নেন মেন্ডিকে। আতালান্তা বক্সের বাইরে জায়গা পেয়ে ডান পায়ের বাঁকানো শটে জালে বল জড়িয়ে রিয়ালকে অমূল্য অ্যাওয়ে গোল এনে দেন এই লেফট ব্যাক।

প্রথম লেগে হারের পর দ্বিতীয় লেগ খেলতে আতালান্তা মাদ্রিদ যাবে ১৬ মার্চ। সেই ম্যাচে রিয়াল ম্যানেজার জিদান অবশ্য পাচ্ছেন না কাসেমিরোকে। প্রথম লেগে হলুদ কার্ড দেখায় দ্বিতীয় লেগে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

তার চেয়ে আপাতত রিয়ালের বড় সমস্যা গোল করতে না পারা। নিয়মিত স্ট্রাইকার কারিম বেনজেমা চোটে পড়ায় হুট করেই গোলখরা দেখা দিয়েছে দলটিতে।

আতালান্তার বিপক্ষেও প্রায় পুরো ম্যাচে বল পায়ে রেখেও গোলের স্পষ্ট সুযোগ তারা পেয়েছে সামান্যই। গোল এসেছে দূরপাল্লার এক দারুণ শটে।

তা নিয়ে চিন্তিত নন রিয়াল মাদ্রিদ কোচ জিদান। তার মতে, গোল না হজম করা ভালো দিক।

জিদান বলেন, ‘এটি (গোল না হওয়া) কোনো সমস্যা না। কারণ আমরা আজ গোল করেছি ও হজম করিনি। দলে অনেক চোট পড়া খেলোয়াড় রয়েছেন। যারা সুস্থ আছেন তাদের নিয়ে আমরা ভালো করছি।

‘আমরা খুব বেশি জায়গা পাইনি। এটা আমাদের দোষ নয় যে, আমরা ১০ জনের বিপক্ষে খেলেছি।’

এ বিভাগের আরো খবর