সভাপতি পদে দাঁড়িয়ে বাফুফে নির্বাচন থেকে সরে যাওয়া তরফদার রুহুল আমিন আবারও আসলেন আলোচনায়। এবার মোহামেডানের নির্বাচনে পরিচালক পদে দাঁড়াচ্ছেন ফুটবল পাড়া থেকে ‘নির্বাসনে’ যাওয়া এই জনপ্রিয় সংগঠক।
৬ মার্চের নির্বাচন উপলক্ষে বুধবার মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে আলোচিত ঘটনা বলতে চট্টগ্রাম আবাহনীর সহ-সভাপতি ও সাইফ স্পোর্টিং ক্লাবের অন্যতম স্বত্ত্বাধিকারী তরফদারের ‘এন্ট্রি’।
তার পক্ষে বুধবার বিকেলে মনোনয়ন নিয়েছেন তার প্রতিনিধি। এ ছাড়াও ফরম সংগ্রহ করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিশিষ্ট সংগঠক হানিফ ভূঁইয়া, হকি সংগঠক সাজেদ আদেল, মাসুদুজ্জামান, দলের টিম লিডার আবু হাসান চৌধুরি প্রিন্স, নারী সংগঠক কামরুন নাহার ডানা, সাবেক খেলোয়াড় সাইদ হাসান কানন, সারওয়ার হোসেন ও মাহবুব রব।
বৃহস্পতিবারও চলবে মনোনয়ন পত্র ক্রয়-বিক্রয়। মনোনয়নপত্র বিতরণ করেন রিটার্নিং অফিসার অ্যাডভোকেট মোতাহের হোসেন সাজু।পরিচালনা পর্ষদ ১৭ সদস্য বিশিষ্ট। ১৬ জন পরিচালক ও একজন সভাপতি। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
১ মার্চ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল (প্রাথী নিজে বা প্রতিনিধির মাধ্যমে), রাত ৮টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৩ মার্চ প্রার্থী বাছাই এবং আপত্তি ও শুনানির পর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, রাত ৮টায় প্রার্থীতা প্রত্যাহার, ৪ মার্চ বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৬ মার্চ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট হবে।
ক্লাবের ৩৩১ জন ভোটার ২ বছরের জন্য সভাপতি এবং ১৬ জন পরিচালক নির্বাচন করবেন। ক্লাবের আর্টিকেল অব অ্যাসোসিয়েশন অনুযায়ী স্থায়ী সদস্যগণ নির্বাচনের মনোনয়ন ক্রয় করতে পারবেন এবং ভোট প্রদান করতে পারবেন।
সভাপতি পদে ৫০ হাজার টাকা এবং পরিচালক পদে প্রার্থীর জন্য ১০ হাজার টাকা মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
২০১১ সালে সবশেষ নির্বাচন হয়েছিল মোহামেডানের। সেবার ওবায়দুল করিম ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে সদস্যপদ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
দীর্ঘদিন আদালতে মামলা চলার পর অবশেষে সুপ্রিম কোর্ট নির্বাচনকে স্থগিত করে দেয়। পরে ২০১৮ সালে নিম্ন আদালত এএম আমিন উদ্দীনকে স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।