বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রবিনিয়ো-বেসেরা জুটিতে উড়ে গেল রাসেল

  •    
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:২০

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বুধবার সাইফুল বারী টিটুর দলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। দুই লাতিন ফুটবলার রবসন রবিনিয়ো ও রাউল বেসেরার জোড়া গোলে কিংসের সামনে দাঁড়াতেই পারেনি তারা।

প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের জয়রথ থামাতেই পারছে না কেউ। একে একে লিগের অধিকাংশ দলকেই ধরাশায়ী করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। কিংসের শিকারের তালিকায় সবশেষ যোগ হলো শিরোপা প্রত্যাশী শেখ রাসেল।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বুধবার সাইফুল বারী টিটুর দলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। দুই লাতিন ফুটবলার রবসন রবিনিয়ো ও রাউল বেসেরার জোড়া গোলে কিংসের সামনে দাঁড়াতেই পারেনি তারা।

ঘরের মাঠে ম্যাচের লাগাম ধরতে বেশি সময় নেয়নি কিংস। রবসন রবিনিয়োর পাস থেকে ম্যাচের ২৩ মিনিটে দলকে লিড এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা।

লিডের পর আরও তেতে ওঠে কিংস। ম্যাচের ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। তৌহিদুল আলম সবুজের পাস থেকে এবার জালে জড়ান রবিনিয়ো (২-০)।

দুই গোলের লিড নিয়ে বিরতি থেকে ফিরে শেখ রাসেলকে ম্যাচ থেকে দূরে ঠেলে দেন বেসেরা। ৭৪ মিনিটে খালেদ শাফির ক্রস থেকে বল জালে জড়ালে ব্যবধান ৩-০ করে ফেলে কিংস।

এই গোলেই হার নিশ্চিত হয়ে যায় ফিনিশিংয়ে নিষ্প্রভ রাসেলের। থেমে থাকেনি কিংস। রাসেলের জালে আরও একটিবার বল পাঠিয়ে ব্যবধান ৪-০ করে কিংস। বেসেরার পাস থেকে ম্যাচের ৮৩ মিনিটে দারুণ গোল করেন রবিনিয়ো।

বিধ্বস্ত অবস্থায় জবাব দেয়ার মতো শক্তি হারিয়ে ফেলে টিটু বাহিনী। ক্লিন শিট নিয়ে মাঠ ছাড়ে কিংস।

টানা জয়ে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ কিংসের। আর এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে চারে আছে শেখ রাসেল।

এ বিভাগের আরো খবর