এই বছরের কোপা আমেরিকা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া ও কাতার। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বের সঙ্গে কোপা আমেরিকার সূচি সাংঘর্ষিক হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দল দুটি।অস্ট্রেলিয়া ও কাতার দুটি দেশই এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য। কোভিডের কারণে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সূচিতে পরিবর্তন আনায় দুই দলের বাছাইপর্বের ম্যাচের পাশাপাশি পড়েছে কোপা আমেরিকার সূচি।গত বছর জুনে হওয়ার কথা থাকলেও এক বছর পিছিয়ে ২০২১ সালের জুনে শুরু হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। এই প্রথম বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজিত হতে যাচ্ছে।কোপার আসরে দক্ষিণ আমেরিকার বাইরের দেশগুলোকে অতিথি দল হিসেবে আমন্ত্রণ জানানো হয়। ২০২০-এর আসরে সেই কোটায় সুযোগ পায় অস্ট্রেলিয়া ও কাতার। তবে, শেষ পর্যন্ত টুর্নামেন্ট খেলা হচ্ছে না তাদের।দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের মুখপাত্র আরিয়েল রামিরেস জানান, বেশ কয়েকটি দেশ টুর্নামেন্টে খেলার ব্যাপারে ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে।‘সূচিতে ঝামেলার কারণে কাতার ও অস্ট্রেলিয়া আসতে পারছে না। কিন্তু অন্য কয়েকটি দেশ তাদের জায়গায় খেলতে চায়। আমরাও ১২টি দল চাই।’যদি শেষ পর্যন্ত কেউ না আসে তাহলে ১০ দল নিয়েই টুর্নামেন্ট হবে বলে জানান তিনি। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এ-গ্রুপে আছে ব্রাজিল, কলম্বিয়া, একুয়েদর, পেরু ও ভেনেজুয়েলা। বি-গ্রুপে আছে আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে ও বলিভিয়া।
কোপা আমেরিকায় খেলছে না অস্ট্রেলিয়া ও কাতার
অস্ট্রেলিয়া ও কাতার দুটি দেশই এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য। কোভিডের কারণে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সূচিতে পরিবর্তন আনায় দুই দলের বাছাইপর্বের ম্যাচের পাশাপাশি পড়েছে কোপা আমেরিকার সূচি।
-
ট্যাগ:
- কোপা আমেরিকা
এ বিভাগের আরো খবর/p>