বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জয়ে ফিরল ওয়ারী, টানা দ্বিতীয় জয় অগ্রণীর

  •    
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ২০:২৭

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার দুটি ম্যাচ হয়। দিনের প্রথম ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারায় ওয়ারী ক্লাব। দ্বিতীয় ম্যাচে ঢাকা সিটি ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারায় অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব। আর লিগে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ওয়ারী ক্লাব।

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচ দুটি হয়।

দিনের প্রথম ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারায় ওয়ারী ক্লাব।

দলের হয়ে একমাত্র গোলটি আসে পেনাল্টিতে। ম্যাচের ৩৭ মিনিটে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ আলি আকবর।

দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা সিটি ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারায় অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব। জোড়া গোল করেন সাখাওয়াত হোসেন।

অগ্রণীকে ম্যাচের ৪২ মিনিটে লিড এনে দেন সাখাওয়াত হোসেন। দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে পেনাল্টি গোলে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এ জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে অগ্রণী ব্যাংক। চার ম্যাচে সাত পয়েন্ট অর্জন করে দলটি। আর পাঁচ পয়েন্ট নিয়ে সাতে ওয়ারী ক্লাব।

একই ভেন্যুতে পরবর্তী ম্যাচ হবে উত্তরা ফুটবল ক্লাব ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের মধ্যে। খেলাটি হবে বুধববার দুপুর ১টায়। দিনের অপর ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের মুখোমুখি হবে ফর্টিস স্পোর্টিং ক্লাব।

এ বিভাগের আরো খবর