গত মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দেয়া চট্টগ্রাম আবাহনী এবার প্রিমিয়ার লিগে নিজেদের ছায়া হয়ে ছিল। মারুফুল হকের অধীনে বসুন্ধরা কিংস-আবাহনীর মতো হেভিওয়েটদের হারানো দলটি এবার ধুঁকছিল। আগের ম্যাচে টানা পাঁচ ম্যাচ জেতা ব্রাদার্সকে হারিয়ে আকাশী-হলুদরা ইঙ্গিত দেয় ছন্দে ফেরার।
পরের ম্যাচেই টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মারুফুল বাহিনী। টিকি-টাকা ফুটবলের নিদর্শন আর কাউন্টার অ্যাটাকের প্রদর্শনীতে সহজ জয় পায় চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের দশম রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রহমতগঞ্জ এমএফসিকে ২-০ গোলে হারায় তারা।
আধিপত্য বজায় রেখে সাত মিনিটের মাথায় ম্যাচের লিড নেয় চট্টগ্রাম আবাহনী। কাউন্টার অ্যাটাকে আবাহনীর গোলকিপার নাইমের শট থেকে বল পেয়ে রাকিব এগিয়ে দেন দুই ডিফেন্ডারের মাঝে জায়গা খুঁজে নেয়া চিনেদু ম্যাথেউ।ডি-বক্সের ভেতরে তার বাঁ পায়ের জোরালো শট জাল খুঁজে পেলে লিডের উল্লাসে মাতে সমর্থকরা। ওই এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় চট্টগ্রাম আবাহনী।
পিছিয়ে থেকে ম্যাচের ফেরার চেষ্টা করে রহমতগঞ্জ। ফিনিশিংয়ের অভাবে গোল পরিশোধ করতে ব্যর্থ হলে কাউন্টার অ্যাটাকে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী।
এবার দারুণ পাসিং ফুটবল খেলে গোল আদায় করে আকাশী-হলুদরা। রহমতগঞ্জের আক্রমণ নস্যাৎ করে কাউন্টার অ্যাটাক থেকে মাঝমাঠে বল পাঠিয়ে দেন মান্নাফ রাব্বি। প্রথম স্পর্শেই পাসটাকে এগিয়ে দেন নিক্সন। মাঝমাঠ থেকে বল পেয়ে ডি-বক্সের দিকে ছুটে যান চিনেদু। ওয়ান টু ওয়ানে আবারও নিক্সনকে ঠেলে দেন তিনি।
ডি-বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নিয়ে তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিক্সন বলটা তুলে দেন ডান প্রান্তে। পেছন থেকে দৌঁড়ে এসে ভেসে ওঠা বল ভলিতে জালে জড়ান মান্নাফ রাব্বি। কোনো কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে বিপদে পড়ে রহমতগঞ্জ।এ গোলেই হার প্রায় নিশ্চিত হয়ে যায় পুরান ঢাকার দলটির। ম্যাচের অতিরিক্ত সময়ে সুবর্ণ সুযোগ হাতছাড়া না করলে ম্যাচ জমাতে পারত তারা। বাম প্রান্ত থেকে আসা ক্রসে শট নিতে ব্যর্থ হন বদলি হিসেবে নামা সাজ্জাদ। সোজা গোলকিপার বরবার বল চলে গেলে গ্লাভস বন্দী করতে কষ্ট হয়নি নাঈমের। ফলে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
টানা জয়ে সাইফকে টপকে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এলো চট্টগ্রাম আবাহনী। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৫।আর টানা হারে এক ম্যাচ কম খেলে আট পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান করছে সৈয়দ জিলানীর দল রহমতগঞ্জ।