ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)-এর শেষ রাউন্ডের ম্যাচ মাঠে বসে উপভোগ করার সুযোগ পেতে পারেন ফুটবল ভক্তরা। ব্রিটিশ সরকার কোভিড-১৯ মহামারির পর ১৭ মে থেকে আউটডোর ইভেন্টগুলো শুরু করার পরিকল্পনা ঘোষণা করে।তার আগে কারাবাও কাপের ফাইনালে পরীক্ষামূলকভাবে সীমিতসংখ্যক দর্শকদের ঢুকতে দেয়ার কথা ভাবছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ২৬ এপ্রিল ওয়েম্বলির ফাইনালে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হচ্ছে টটেনহ্যাম হটস্পার।ডিসেম্বরে প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবকে ভাইরাস আক্রমণের তীব্রতাভেদে বিভিন্ন জোনে ভাগ করা হয়। জোনভিত্তিক কম সংক্রমণের এলাকাগুলোর স্টেডিয়ামে সর্বোচ্চ ২ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেয় এফএ।গত বছর মার্চে প্রথমবারের মতো যুক্তরাজ্যজুড়ে লকডাউন শুরু হয়েছিল। এরপর মে মাসে পুনরায় লিগ শুরু হলেও দর্শকবিহীন স্টেডিয়ামেই ম্যাচগুলো আয়োজিত হয়। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিশ্চিত করেন মে মাসের মাঝামাঝি থেকে ক্রীড়া ইভেন্টগুলো দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এর আগের কয়েক সপ্তাহ ভাইরাস সংক্রমণের বিষয়টিতে সরকারের গভীর নজর থাকবে।বর্তমান পরিকল্পনা অনুযায়ী প্রিমিয়ার লিগের ক্লাবগুলো তাদের স্টেডিয়ামের ধারণক্ষমতার ২৫ শতাংশ সমর্থক উপস্থিতির অনুমতি পাবে। সে অনুযায়ী প্রতিটি স্টেডিয়ামে গড়ে ১০ হাজার সমর্থক প্রবেশের অনুমতি পাবেন।
মে মাসে দর্শকদের জন্য খুলতে পারে ইপিএল
কারাবাও কাপের ফাইনালে পরীক্ষামূলকভাবে সীমিতসংখ্যক দর্শকদের ঢুকতে দেয়ার কথা ভাবছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ২৬ এপ্রিল ওয়েম্বলির ফাইনালে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হচ্ছে টটেনহ্যাম হটস্পার।
-
ট্যাগ:
- ইপিএল
এ বিভাগের আরো খবর/p>