বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বার্সেলোনার ধারণা আমি বুড়িয়ে গেছি’

  •    
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১১:২৯

ক্লাব থেকে তাকে বিদায় নিতে হয়েছে তিক্ত পরিস্থিতিতেই। ক্লাব ছাড়ার প্রায় পাঁচ মাস পর মুখ খুললেন সুয়ারেস। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে এই তারকা ফরোয়ার্ড বলেন বার্সেলোনা তাকে অসম্মান করেছে।

গত গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমান লুইস সুয়ারেস। বার্সেলোনার জার্সিতে ছয় মৌসুমে ১৯৮ গোল এসেছে এই উরুগুইয়ানের পা থেকে। লিওনেল মেসি ও তেলমো সারার পর ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি।তারপরও ক্লাব থেকে তাকে বিদায় নিতে হয়েছে তিক্ত পরিস্থিতিতেই। ক্লাব ছাড়ার প্রায় পাঁচ মাস পর মুখ খুললেন সুয়ারেস। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে এই তারকা ফরোয়ার্ড বলেন বার্সেলোনা তাকে অসম্মান করেছে।‘তারা যখন বলল যে আমি বুড়িয়ে গেছি ও সর্বোচ্চ পর্যায়ে আর খেলতে পারব না, বড় কোনো দলের আক্রমণভাগ সামলাতে পারব না সেগুলো আমাকে আহত করেছে। সেগুলো আমার পছন্দ হয়নি।’বার্সেলোনার জার্সিতে দুইবার সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার ইউরোপিয়ান গোল্ডেন শু জেতেন সুয়ারেস। বার্সেলোনার বর্তমান খেলোয়াড়দের চেয়ে নিজের পরিসংখ্যান অনেক ভালো মনে করেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।‘এখন আমি দেখি যে বার্সেলোনায় খেলাটা সহজ না। অনেক খেলোয়াড়ই ক্লাবে আছে যারা প্রত্যাশা পূরণ করতে পারছে না। আমি ছয় বছর খেলেছি বার্সেলোনায়। সবসময়ই প্রত্যাশা পূরণ করেছি। মৌসুমে ২০ গোলের বেশি করেছি প্রতিবার। পরিসংখ্যানে শুধু মাত্র লিওর চেয়ে পিছিয়ে ছিলাম।’আতলেতিকো মাদ্রিদে আসার পর দারুণ ছন্দে আছেন সুয়ারেস। চলতি মৌসুমে ১৬ গোল এসেছে তার পা থেকে। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে তার দল মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব চেলসির। সেই ম্যাচের আগে কোচ দিয়েগো সিমিওনির প্রশংসা পেলেন সুয়ারেস।‘টুর্নামেন্ট যেটাই হোক না কেনো লুইস প্রতিপক্ষকে ভীত করে তোলে। অ্যাওয়ে ম্যাচে তার গোল করার সমস্যা নিয়ে আমরা পরে কথা বলবো। কারণ এবারেরটা আমাদের ঘরের ম্যাচ।’সিমিওনি ঘরের ম্যাচ বললেও আতলেতিকো মাদ্রিদকে খেলতে হচ্ছে রোমানিয়ার রাজধানী বুদাপেস্টের ন্যাশনাল স্টেডিয়ামে। কোভিড মহামারির সময়ে ব্রিটেনের নাগরিকদের স্পেনে ঢুকতে দেয়া নিয়ে দেশটির সরকারের বিধিনিষেধ থাকায় চেলসিকে খেলতে হচ্ছে ইংল্যান্ডের বাইরে।

এ বিভাগের আরো খবর