বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে কারওয়ান বাজার প্রগতি সংঘ। এখনও পর্যন্ত অপরাজিত আছে তারা। আর এক ম্যাচ পরই জয়ে ফিরেছে নোফেল।
কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার দুটি ম্যাচ হয়।
দিনের প্রথম ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারায় কাওরান বাজার প্রগতি সংঘ।
প্রগতি সংঘের পক্ষে আফরোজ আলী, ইমন হোসেন ও আমজাদ আলী যথাক্রমে ৩৭, ৪৩ ও ৬৬ মিনিটে একটি করে মোট তিনটি গোল করেন।
দিনের অপর ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৩-০ গোলে হারায় নোফেল স্পোর্টিং ক্লাব।
দলের হয়ে গোল করেন আবদুল্লাহ আল মামুন, কামরুল হাসান ও মোহাম্মদ হেলাল।
এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল কারওয়ান বাজার প্রগতী সংঘ। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। আর চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তিনে নোফেল।
আগামীকাল দুপুরে পরবর্তী ম্যাচ হবে ঢাকা সিটি ফুটবল ক্লাবের মুখোমুখি হবে অগ্রণী ব্যাংক।