প্রিমিয়ার লিগের প্রথম পর্বে জায়ান্ট বসুন্ধরা কিংসের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল শেখ জামাল। হঠাতই যেন ছন্দপতন। প্রথম পাঁচ ম্যাচে জয় পাওয়া দলটি পরে টানা চার ম্যাচে পয়েন্ট খুইয়েছে। দুর্দান্ত কামব্যাকে শেখ জামালকে রুখে দিয়েছে বাংলাদেশ পুলিশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার দশম রাউন্ডের ৩-৩ গোলের রোমাঞ্চ ছড়িয়েছে শেখ জামাল-পুলিশ ম্যাচটি। শেষ পর্যন্ত ড্রয়ের মধ্য দিয়ে শেষ হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
দারুণ একটা ম্যাচ উপহার দিয়েছে দুই দল। একবার জামাল এগিয়ে যায়তো পরমুহূর্তে সমতায় ফেরে পুলিশ।
আধিপত্য বিরাজ করে ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। মিডফিল্ডার সুলায়মান সিল্লাহর পাস থেকে পুলিশের গোলকিপার জিয়াকে চিপ করে বোকা বানিয়ে বল জালে জড়ান নাম্বার নাইন পা ওমর জবে।
এবার ৩৩ মিনিটে দারুণভাবে ম্যাচে পুলিশ। প্রায় ৪০ গজ দূর থেকে ফ্রি-কিকে বুলেট শটে বল জালে জড়ান আখমেদভ।
ম্যাচের ৪০ মিনিটের আবারও লিড নেয় শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
পুলিশের রক্ষণভাগের ভুলে ডি-বক্সের ভেতর থেকে গোল করে বসেন জামালের মিডফিল্ডার ওটাবেক ভালিদজানোভ। ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যেতে পারত ধানমন্ডির জায়ান্টরা।
তা আর হতে দেয়নি পাকের আলীর দল পুলিশ। পাঁচ মিনিটের মধ্যেই ম্যাচে ফেরে তারা। স্বাধীনের পাস থেকে গোলকিপার জিয়াকে বোকা বানিয়ে বাম কোনা দিয়ে বুলেট শটে বল জালে পাঠান ফেদেরিক পুডা।
বিরতি থেকে ফিরে সলোমন কনফর্মের গোলে তৃতীয়বারের মতো লিড নেয় শেখ জামাল। সুলেমান সিল্লাহর বারে লেগে ফিরে এলে বল জালে জড়ান এই গাম্বিয়ান।
লিডে থাকার স্বস্তিও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জামাল। ৬৯ মিনিটে আবারও সমতায় ফেরে পুলিশ। কর্নার থেকে বল ডি-বক্সের জটলায় পড়লে সেখান থেকে স্লাইড শটে বল জালে জড়ান মোহাম্মদ জুয়েল।
বাকী সময় অ্যাটাক-কাউন্টার অ্যাটাকে ভরপুর ম্যাচটায় কোনো গোলের দেখা না পেলে ৩-৩ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
এ ড্রয়ে টানা চার ম্যাচে পয়েন্ট খোয়াল শেখ জামাল। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে তারা। এক ম্যাচ বেশি খেলে ২২ পয়েন্ট নিয়ে আবাহনী আছে দুইয়ে। আর নয় ম্যাচে নয় পয়েন্ট নিয়ে আটে পুলিশ।