বার্সেলোনার রোনালদিনিয়োর ছায়াতেই বেড়ে ওঠা লিওনেল মেসির। সর্বকালের সেরা হয়ে ওঠার পেছনে ব্রাজিলিয়ান গ্রেটের ভূমিকার কথা সব সময়ই বলে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। রোনালদিনিয়ো অবসরে গেলেও এখনও মেসির সঙ্গে তার বন্ধুত্ব অটুট।রোববার ৭১ বছর বয়সে ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহরে মারা যান রোনালদিনিয়োর মা দোনা মিগেলিনা। কোভিড পজিটিভ হওয়ার পর সেরে ওঠেন তিনি। কিন্তু এক পারিবারিক সূত্র জানায় কোভিড মুক্ত হওয়ার পরপরই সংক্রমণের শিকার হন তিনি।বন্ধুর মায়ের মৃত্যুতে শোকাহত মেসি। রোনালদিনিয়োকে এক শোকবার্তায় সমবেদনা জানান ছয়বারের ব্যালন ডর জয়ী।‘রনি, কিছু বলার নেই আমার। বিশ্বাস করতে পারছি না। তোমার ও তোমার পরিবারকে শক্তি ও সমবেদনা জানাতে চাই। আমি অত্যন্ত দুঃখিত। তার আত্মা শান্তিতে বিশ্রাম করুক,’ ইনস্টাগ্র্যামে এক পোস্টে লেখেন মেসি।রোনালদিনিয়োর সাবেক ক্লাব পিএসজিসহ বেশ কয়েকটি ক্লাব শোক জানিয়েছে তার মায়ের মৃত্যুতে।
রোনালদিনিয়োকে মেসির সমবেদনা
৭১ বছর বয়সে ব্রাজিলে মারা যান রোনালদিনিয়োর মা দোনা মিগেলিনা। বন্ধুর মায়ের মৃত্যুতে শোকাহত মেসি। রোনালদিনিয়োকে এক শোকবার্তায় সমবেদনা জানান তিনি।
-
ট্যাগ:
- মেসি
এ বিভাগের আরো খবর/p>