বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘এমবাপেকে অকেজো করে জিতেছে মোনাকো’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ ফেব্রুয়ারি, ২০২১ ১১:২৭

পিএসজিকে ২-০ গোলে হারিয়ে ভালোভাবে শিরোপা লড়াইয়ে ফিরেছে মোনাকো। দুই অর্ধের দুই গোলে চ্যাম্পিয়নদের হারিয়ে লিগ টেবিলের চারে পৌঁছে গেছে তারা।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ২-০ গোলে হারিয়ে ভালোভাবেই শিরোপা লড়াইয়ে ফিরেছে মোনাকো। দুই অর্ধের দুই গোলে চ্যাম্পিয়নদের হারিয়ে লিগ টেবিলের চারে পৌঁছে গেছে তারা।পিএসজির মাঠে ম্যাচের শুরুতেই গোল পায় মোনাকো। ছয় মিনিটে অতিথিদের এগিয়ে দেন সোফিয়ান দিওপ। দ্বিতীয়ার্ধেও মোনাকো লক্ষ্যভেদ করে একই সময়ে। ৫১ মিনিটে গিয়ের্মো মারিপানের গোলে নিশ্চিত হয় তাদের জয়।দুই গোলের ব্যবধান কমানো পিএসজির আক্রমণভাগের জন্য কঠিন কোনো বিষয় ছিল না। ইনজুরির কারণে নেইমার না থাকলেও, ময়েস কিন-মাউরো ইকার্দি ও কিলিয়ান এমবাপের গড়া আক্রমণভাগ যেকোনো দলকেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে যথেষ্ট। তবে, রোববার রাতে তেমনটা হয়নি।গোলমুখে তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি প্যারিসের দলটি। ম্যাচ শেষে মোনাকোর ম্যানেজার নিকো কোভাক জানালেন মোনাকোর সাফল্যের রহস্য। পিএসজির প্রাণভোমরা এমবাপেকে অকেজো করে দেয়াতেই ম্যাচে ফিরতে পারেনি চ্যাম্পিয়নরা।‘তারা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। আমাদের পরিকল্পনা? কিলিয়ান এমবাপেকে অকেজো করে রাখা। কারণ, ও দারুণ এক স্ট্রাইকার। তাকে বল থেকে দূরে রাখতে আমরা তিন-চারজন খেলোয়াড় ওর সঙ্গে রেখেছি।’ফ্রান্সের টিভি চ্যানেল কানাল প্লাসকে কোভাক আরও বলেন এখনও সেরা তিনের পৌঁছানোর মতো হয়ে ওঠেনি তার দল।‘আগেও বলেছি ৫ ও ৬ নম্বর দলের সঙ্গে আমাদের ব্যবধান বাড়াতে হবে। এখনও বেশ কয়েকটি খেলা বাকি আছে। সুযোগ আছে ওপরের তিন দলের সঙ্গে ব্যবধান কমানোর। আমরা এখনও ওদের মানে পৌঁছাতে পারিনি।’পিএসজির বিপক্ষে এই মৌসুমে লিগ-ডাবলের অনন্য কীর্তি গড়েছে মোনাকো। নিজ মাঠে নভেম্বরে তারা পিএসজিকে হারায় ৩-২ গোলে। আর গতরাতে জিতেছে পিএসজির মাঠে। কোভাক পুরো কৃতিত্বই দিচ্ছেন শিষ্যদের।‘রাতটা অসাধারণ ছিল। এটা আমাদের দরকার ছিল। এখন বাড়ি ফিরে কিছুটা বিশ্রাম নিতে হবে।’পিএসজিকে হারানোয় ২৬ ম্যাচে ৫২ পয়েন্ট মোনাকোর ঝুলিতে। শীর্ষে থাকা লিল সমান ম্যাচে সংগ্রহ করেছে ৫৮ পয়েন্ট। অলিম্পিক লিঁও ৫৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ৫৪ পয়েন্ট নিয়ে তাদের পরই আছে পিএসজি।

এ বিভাগের আরো খবর