বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ম্যাচ পাতানো নিয়ে পাল্টা প্রশ্ন আরামবাগ-ব্রাদার্সের

  •    
  • ২১ ফেব্রুয়ারি, ২০২১ ২২:১৭

দুই ক্লাবের জবাবে প্রায় একই- কোনো ধরনের স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত নয় তারা। সঙ্গে পাল্টা প্রশ্ন- যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থেকে থাকে তা উল্লেখ করে ক্লাবকে জানাতে বলা হয়েছে।

ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের অভিযোগে দেশের প্রিমিয়ার লিগের দুই দল আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়নকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চিঠির জবাব দিয়েছে দুই ক্লাবই। উত্তরের পাশাপাশি পাল্টা প্রশ্নও ছুঁড়েছে তারা।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সন্দেহের পরপর কিছু ‘সুনির্দিষ্ট অভিযোগের’ প্রেক্ষিতে ক’দিন আগে ক্লাবদুটোর কাছে ব্যাখ্যা জানতে চায় বাফুফে। ব্রাদার্স ইউনিয়ন আগেই তাদের জবাব জানায়। রোববার উত্তর পাঠিয়েছে আরামবাগ।

দুই ক্লাবের জবাবে প্রায় একই। কোনো ধরনের স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত নয় তারা। সঙ্গে পাল্টা প্রশ্ন যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থেকে থাকে তা উল্লেখ করে ক্লাবকে জানাতে বলা হয়েছে। আরামবাগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করেছেন, ‘আরামবাগ ক্লাব কোনো পাতানো ম্যাচের সঙ্গে জড়িত নয়। বাফুফের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকে সেক্ষেত্রে আরামবাগ প্রয়োজনীয় সাহায্য করতে প্রস্তুত।’

ফুটবলের বৃহত্তর স্বার্থে পাতানো অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করে আরামবাগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাধারণ সম্পাদক হিসেবে ফেডারেশনের চিঠি আমি পেয়েছিলাম। তাই আমি উত্তর দিয়েছি। আমাদের অবস্থান স্পষ্ট। আমরাও চাই পাতানো খেলা মুক্ত থাকুক লিগ। আমরা সুষ্ঠু তদন্ত চাই ফুটবলের বৃহত্তর স্বার্থে।’

ম্যাচ পাতানোর অভিযোগ নিয়ে পাল্টা প্রশ্ন এসেছে ব্রাদার্স ইউনিয়নের ক্লাব কর্তৃপক্ষ থেকেও।

দলের ম্যানেজার ও বাফুফে নির্বাহী কমিটির সদস্য আমের খান বলেন, ‘ম্যাচ যদি পাতানোর অভিযোগ উঠেই থাকে তাহলে শুধু আরামবাগ ও ব্রাদার্সকে নিয়ে কেন তদন্ত হবে। সন্দেহভাজন ম্যাচগুলোতে আরামবাগ ও ব্রাদার্সের প্রতিপক্ষ দলগুলোকেও এই তদন্তের আওতায় অবশ্যই থাকতে হবে।’

যে পাঁচটি ম্যাচ নিয়ে ম্যাচ পাতানোর অভিযোগ

বাফুফে সূত্রে জানা যায়, লিগে হয়ে যাওয়া পাঁচটি ম্যাচে স্পট ফিক্সিং ও ম্যাচ পাতানোর অভিযোগ রয়েছে। এই ম্যাচগুলো হয়েছে ঢাকা আবাহনী, মোহামেডান, শেখ রাসেল ও বসুন্ধরা কিংসের মতো বড় দলগুলোর সঙ্গে।

জানুয়ারি মাসের ১৯ তারিখ ব্রাদার্স ইউনিয়ন বনাম ঢাকা আবাহনীর ম্যাচ নিয়ে এসেছে অভিযোগ। এ ম্যাচে ব্রাদার্সকে ২-০ গোলে হারায় ঢাকা আবাহনী। ২৩ জানুয়ারি ব্রাদার্সের সঙ্গে কিংসের ম্যাচে তালিকার অন্তর্ভুক্ত। কিংস ম্যাচটি জিতে নেয় ১-০ গোলে।

এ ছাড়া আরামবাগের তিনটি ম্যাচে অভিযোগ তোলা হয়েছে। যেখানে ১৭ জানুয়ারি আরামবাগের বিপক্ষে মোহামেডানের ম্যাচটি অন্তর্ভুক্ত। ব্রাদার্স মোহামেডানের কাছে ৩-০ গোলে হারে ম্যাচটি।৯ ফেব্রুয়ারি শেখ রাসেলের বিপক্ষে আরামবাগের ম্যাচটি নিয়েও আছে অভিযোগ। এই ম্যাচে রাসেলের কাছে ৪-০ গোলে হারে আরামবাগ ও আবাহনীর সঙ্গে আরামবাগের ১৩ ফেব্রুয়ারির ম্যাচটিও এসেছে তদন্তের তালিকায়। ম্যাচটিতে ৪-০ গোলে আবাহনীর কাছে হেরে যায় আরামবাগ।

এ বিভাগের আরো খবর