বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লংলের ভুলে পয়েন্ট হারাল বার্সেলোনা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ ফেব্রুয়ারি, ২০২১ ২২:১২

পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে বার্সা। তৈরি করেছে সুযোগের পর সুযোগ। কিন্তু সেই সব সুযোগ কাজে লাগাতে পারেনি কাতালানরা। কপালও তাই পুড়েছে রোনাল্ড কুমানের শিষ্যদের।

৩২ মিনিটে অধিনায়ক লিওনেল মেসির পেনাল্টি থেকে পাওয়া গোলে জয়ের পথেই এগুচ্ছিল বার্সেলোনা। তবে ৮৮ মিনিটের মাথায় পেনাল্টি দিয়ে বসেন ফরাসি ডিফেন্ডার ক্লেমঁ লংলে।

তাতে গোল করে কাদিসকে ১৯৭০ সালের পর প্রথম বার ন্যু ক্যাম্পে এক পয়েন্ট এনে দেন আলেক্স ফার্নান্দেস।

অথচ পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে বার্সা। তৈরি করেছে সুযোগের পর সুযোগ। সেই সব সুযোগ কাজে লাগাতে পারেনি কাতালানরা। কপালও তাই পুড়েছে রোনাল্ড কুমানের শিষ্যদের।

আগের দিন লেভান্তের কাছে আতলেতিকো মাদ্রিদ হারায় বার্সেলোনার সামনে সুযোগ ছিল ব্যবধান কমিয়ে আনার। কিন্তু তা হয়নি, বরং ওসাসুনার সঙ্গে সেভিয়া জিতে গেলে বার্সেলোনা নেমে যাবে পয়েন্ট টেবিলের চার নম্বরে।

পুরো ম্যাচে কাদিসের গোলে ২০টি শট নিয়েছে বার্সেলোনা। তার মধ্যে গোলে ছিল মাত্র চারটি। মেসির পেনাল্টি গোল ছাড়া দুই বার জালে বল জড়ায় বার্সা। কিন্তু দুবারই কাটা পড়ে অফসাইডে।

উসমান ডেম্বেলে ও আঁতোয়ান গ্রিজমান- দুই ফরাসি ফরোয়ার্ডই দেন গোল মিসের মহড়া। একটি সুযোগ কাজে লাগাতে পারেননি মেসিও। তাতে এক পয়েন্টের বেশি পাওয়ার সুযোগ হয়নি বার্সার।

এর আগে লিগে কাদিসের মাঠেও লংলের ভুলে হেরেছে বার্সা। আবারও এই ফরাসি ডিফেন্ডারের জন্যই লিগ জেতার দৌড় থেকেছিটকে পড়ল কাতালানরা।

২৩ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট এখন ৪৭। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে আট পয়েন্ট পিছিয়ে তারা, পাঁচ পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদের চেয়ে।

এ বিভাগের আরো খবর