বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওয়েস্ট হ্যামের কাছে হারল টটেনহ্যাম

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ ফেব্রুয়ারি, ২০২১ ২০:২২

ওয়েস্ট হ্যামের হয়ে গোল দুটি করেন মিকেল আন্তোনিয়ো ও জেসে লিনগার্ড। টটেনহ্যামের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস মৌরা।

প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পার্সকে ২-১ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এই জয় দিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে ওয়েস্ট হ্যাম।

ওয়েস্ট হ্যামের হয়ে গোল দুটি করেন মিকেল আন্তোনিয়ো ও জেসে লিনগার্ড। টটেনহ্যামের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস মৌরা।

ম্যাচের ৫ মিনিটের মাথায় আন্তোনিওর গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। জ্যারড বোয়েনের ক্রস ফিরিয়ে দিয়েছিলেন টটেনহ্যামের ফরাসি গোলকিপার উগো লরিস, কিন্তু তা পড়ে আন্তোনিয়োর সামনে। একদম গোলের সামনে থেকে কোনো ভুল করেননি আন্তোনিয়ো।

প্রথমার্ধ ১-০ ব্যবধানেই শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে ওয়েস্ট হ্যাম। পাবলো ফোরনালসের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সে ঢুকে গোল করে বসেন লিনগার্ড। প্রথমে অফসাইডের জন্য গোল বাতিল হতে নিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ডাকে গোল দেওয়া হয়, ২-০ ব্যবধানে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম।

৬৪ মিনিটে গ্যারেথ বেলের কর্নার থেকে গোল করে টটেনহ্যামকে ম্যাচে ফেরান লুকাস। ৭৮ মিনিটে সমতায়ও ফিরতে পারত টটেনহ্যাম, কিন্তু বেলের ভলি ফিরে আসে বারে লেগে।

২-১ হওয়ার পর প্রায় পুরো সময়টুকুই আক্রমণের পর আক্রমণ করেছে টটেনহ্যাম। কিন্তু লাভ হয়নি।

এই হারের পর ২৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নয় নম্বরে আছে টটেনহ্যাম। অন্যদিকে ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম উঠে এসেছে পয়েন্ট টেবিলের চার নম্বরে।

এ বিভাগের আরো খবর