চলমান প্রিমিয়ার লিগে শনিবার হাইভোল্টেজ ম্যাচে যেখানে সাইফের সঙ্গে স্বস্তির জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পাকাপোক্ত করল বসুন্ধরা কিংস, সেখানে শেখ রাসেলের কাছে হোঁচট খেল ঢাকা আবাহনী। এতে কিংসের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়ল আকাশী-হলুদদের।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলের সঙ্গে আবাহনীর ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দুই দল।
কোচ সাইফুল বারী টিটুর অবর্তমানে সাইফের বিপক্ষে হারে শেখ রাসেল। কোভিড টেস্টে নেগেটিভ হয়ে আজ ডাগআউটে ফেরেন টিটু। টাইটেল প্রত্যাশী আবাহনীকে রুখে দিয়েছে টিটুর অল ব্লুস। আবাহনীর টানা জয়রথ থামিয়েছে তারা।
ম্যাচে সমান তালে খেলতে থাকে আবাহনী ও শেখ রাসেল। ম্যাচের ২২ মিনিটে লিড নেয় আবাহনী। ডান প্রান্ত থেকে সাদ উদ্দীনের নেয়া শট ভাসতে ভাসতে গোলকিপার আশরাফুল রানার মাথার উপর দিয়ে চলে যায় জালে।
এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় মারিও লেমসের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে শত চেষ্টায় গোলের দেখা পাচ্ছিল না শেখ রাসেল। ম্যাচের নির্ধারিত সময় শেষে অতিরিক্ত মিনিটে একেবারে শেষ মুহূর্তের গোলে সমতার ফেরে অল ব্লুস। খালেকুজ্জামানের ক্রস থেকে হেডে সিয়োভাক্স আসরভের দারুণ হেড বারের বাম কোণ বরাবর ঢুকে পড়ে। চেয়ে দেখা ছাড়া উপায় ছিল না আবাহনীর গোলকিপার শহীদুল আলম সোহেলের।
গোলের পর রেফারি শেষ বাঁশি বাজালে ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।
পয়েন্ট খুইয়ে পয়েন্ট টেবিলে কিংসের সঙ্গে শিরোপার যুদ্ধে একটু পিছিয়ে গেল আবাহনী। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। কিংসের সঙ্গে আবাহনীর পয়েন্টের দূরত্ব বেড়ে দাঁড়াল ছয়। আর এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে চারে শেখ রাসেল।