প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের জয়রথ থামিয়ে দিতে পারত সাইফ স্পোর্টিং ক্লাব। এগিয়ে থেকেও ম্যাচে হারের স্বাদ পেতে হয়েছে পল পুটের শিষ্যদের। শেষে তাদের পেনাল্টি মিসে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে অস্কার ব্রুজনের দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার এই হাইভোল্টেজ ম্যাচে ২-১ গোলে সাইফকে হারায় কিংস।
সবশেষ নয় ম্যাচে আটটিতে জয় তুলে নেয়া কিংসকে যে কঠিন পরীক্ষা দিতে হবে সাইফের সামনে তা বলার অপেক্ষা ছিল না। ঢাকা আবাহনীর কাছে হেরে সাইফের আত্মবিশ্বাস ফেরানোর ম্যাচও ছিল এটি।
সেই লক্ষ্যে ম্যাচের ১৮ মিনিটে স্বপ্নের শুরু হয় সাইফের।
ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের বাড়িয়ে দেয়া ক্রসটা নিয়ন্ত্রণে নিয়ে কিংসের ডিফেন্ডার ইয়াসিন খানকে পাশ কাটিয়ে গোলকিপার আনিসুর রহমান জিকোকে বোকা বানান জন ওকোলি। নিচু শটে বল জালে জড়ান এই নাইজেরিয়ান। ম্যাচে এই লিড ধরে রাখতে পারেনি সাইফ। ৩৩ মিনিটে কিংসের মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজের শট গ্লাভসবন্দী করতে ব্যর্থ হন সাইফের গোলকিপার। গ্লাভস ফসকে শুন্যে বেরিয়ে আসা বলটা হেড করে দলকে সমতায় ফেরান তৌহিদুল আলম সবুজ।
চার মিনিটের মাথায় এই সমতাকে ২-১ ব্যবধান করে ফেলে কিংস।
এবার ডি-বক্সের প্রায় অনেকটা দূর থেকে দৃষ্টিনন্দন বুলেট শটে বল গোলপোস্টের ডান কোনা বরাবর পাঠিয়ে দেন কিংসের ব্রাজিলিয়ান অ্যাটাকার রবসন রবিনিয়ো। তার বিশ্বমানের গোলে চেয়ে চেয়ে দেখা ছাড়া তেমন কিছুই করার ছিল না সাইফের।
চার মিনিটের মধ্যে দুই গোল হজম করে বিরতিতে যায় সাইফ। বিরতিতে ফিরে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে পল পুট বাহিনী। ম্যাচের ৮৪ মিনিটে কেনেথ ইকেচুকুর পেনাল্টি শট দারুণভাবে ঠেকিয়ে দেন কিংসের গোলকিপার জিকো।
এরপরে আর ফেরা হয়নি সাইফের। ২-১ গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচটা জিতে নিয়ে মাঠ ছাড়ে কিংস।
এ জয়ে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল কিংস। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট অর্জন করেছে তারা। আর এ হারে এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে এক ধাপ নিচে নেমে গেল সাইফ। সাইফকে সরিয়ে মোহামেডান উঠে গেল পাঁচে।