বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আট গোলের থ্রিলারে জেতেনি আরামবাগ-বারিধারার কেউই

  •    
  • ২০ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:২৫

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শনিবার হওয়া ম্যাচটি শেষ হয় ৪-৪ গোলে। ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

কে ভেবেছিল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের ম্যাচ এমন উত্তেজনা ছড়াবে? উত্তর বারিধারা ও আরামবাগ গুনে গুনে আট গোলের এক থ্রিলার উপহার দিয়েছে দর্শকদের। লিগে আট ম্যাচেই হারা আরামবাগই এগিয়ে ছিল প্রথমার্ধ শেষে। সেই ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে আট গোলের নাটকে পরিণত করে বারিধারা।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শনিবার হওয়া ম্যাচটি শেষ হয় ৪-৪ গোলে। ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচের ১৩ মিনিটে লিড নেয় আরামবাগ। সাদিক অ্যাডামসের পাস থেকে গোল করেন ক্রিস্টোফার চিজোবা। এগিয়ে যাওয়ার উদযাপন থামিয়ে দিতেও বিলম্ব করেনি বারিধারা। মোস্তফা কাহরাবার পাস থেকে এবার আরিফ হোসেনের গোলে সমতায় ফেরে বারিধারা।

সমতায় থাকা ম্যাচটা সাত মিনিটের ব্যবধানে ২-১ করে ফেলে আরামবাগ। এবারও গোলদাতা চিজোবা। মেহেদী ফাহাদের পাস থেকে আবারও দলকে লিড এনে দেন এই নাইজেরিয়ান।

বিরতিতে যাওয়ার আগে আরও একটি গোল করে ব্যবধান ৩-১ করে ফেলে আরামবাগ। এবারও ফাহাদের পাস। গোল করেন নিহাদ জামান উচ্ছ্বাস। আরামবাগের জার্সিতে টানা দ্বিতীয় গোলটি করলেন উচ্ছ্বাস। এর আগে লিগ জায়ান্ট কিংসের বিপক্ষে একমাত্র গোল আসে তার পা থেকে।

বিরতির পর দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বারিধারা। ৫২ ও ৫৭ মিনিটে জোড়া গোল করে দলকে সমতায় (৩-৩) ফেরান অধিনায়ক সুমন রেজা।

সমতায় ফেরার দুই মিনিটের মাথায় লিড নেয় বারিধারা। এবার মোস্তফা কাহরাবার ক্রস থেকে গোল করেন সুজন বিশ্বাস।

দুই গোলে এগিয়ে থাকা আরামবাগের বিপক্ষে কামব্যাক করে ৫৮ মিনিটেই ম্যাচের লিড নেয়া বারিধারা ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারত। পেতে পারত নিজেদের প্রথম জয়। ৮০ মিনিটে তাদের সেই স্বপ্ন ধুলিস্যাৎ হয় আত্মঘাতী গোলে। মাহমুদ সাইদ আব্দেলরহিমের আত্মঘাতী গোলে স্কোরলাইন ৪-৪ করে ফেলে আরামবাগ।

৪-৪ গোলে ম্যাচ শেষ হলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। লিগে নয় ম্যাচে প্রথম কোনো পয়েন্ট পেল দগলাস দস সান্তোসের আরামবাগ। এতে পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন হয়নি তাদের। অবস্থান করছে একেবারে তলানিতে। আর নয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এগারতম অবস্থানে বারিধারা।

এ বিভাগের আরো খবর