বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মডরিচেই ভরসা রিয়ালের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৩২

স্প্যানিশ চ্যাম্পিয়নদের লক্ষ্য অভিজ্ঞ এই মিডফিল্ডারকে অন্তত আরও এক মৌসুমের জন্য মাদ্রিদে ধরে রাখা। ৩৫ বছর বয়সী মডরিচ মৌসুমে এখন পর্যন্ত মাদ্রিদের সেরা খেলোয়াড়। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে ক্লাব সমর্থকরা ভোটের মাধ্যমে তাকে সেরা খেলোয়াড় মনোনীত করেছেন।

রিয়াল মাদ্রিদ ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার লুকা মডরিচের সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হচ্ছে জুনে। স্প্যানিশ চ্যাম্পিয়নদের লক্ষ্য অভিজ্ঞ এই মিডফিল্ডারকে অন্তত আরও এক মৌসুমের জন্য মাদ্রিদে ধরে রাখা।৩৫ বছর বয়সী মডরিচ মৌসুমে এখন পর্যন্ত মাদ্রিদের সেরা খেলোয়াড়। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে ক্লাব সমর্থকরা ভোটের মাধ্যমে তাকে সেরা খেলোয়াড় মনোনীত করেছেন। ফেব্রুয়ারিতেও এই ধারা বজায় রাখার সব প্রমানই দিয়ে যাচ্ছেন মডরিচ।রিয়ালের সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় তিনিই। ২০২০/২১ মৌসুমে তার থেকে বেশী খেলছেন মাত্র চারজন। তার মধ্যে একজন হলেন গোলকিপার থিঁবো কোর্তোয়া। এবারের লিগে মাদ্রিদের সর্বোচ্চ গোলের তালিকায় মডরিচ যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন। অ্যাসিস্টের দিক থেকে রয়েছেন তালিকার পঞ্চম স্থানে।বার্সেলোনায় একই পজিশনে খেলা ফ্র্যাংকি ডি ইয়ং মডরিচের থেকে ১২ বছরের ছোট। অথচ সব পরিসংখ্যানে ডি ইয়ংয়ের চেয়ে মডরিচ এগিয়ে। ড্রিবলিং, ইন্টারসেপশন, শট, শট ব্লকের দিক থেকে ক্রোয়াট কিংবদন্তি এগিয়ে। দুজনের গোলসংখ্যাও সমান। কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে মডরিচ বলেন, ‘আমার এখনও একই ধরনের খেলার মানসিকতা রয়েছে। সত্যিকার অর্থেই আমি প্রমান করতে চাই বয়স কোনো সমস্যা নয়। গুরুত্বপূর্ণ হলো মাঠে আমার পারফরমেন্স। আশা করছি আরও অনেক বছর এই পর্যায়ে খেলা চালিয়ে যেতে পারব।’জুনের শেষের মডরিচের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তি শেষ হতে যাচ্ছে। গত ডিসেম্বরে স্প্যানিশ পত্র পত্রিকা গুলোর দাবী ছিল এক বছরের জন্য তার চুক্তি নবায়ন করতে যাচ্ছে রিয়াল। ক্লাবটি এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।মডরিচকে পেতে চায় তার পুরনো ক্লাব টটেনহ্যাম। ইতালির দুই জায়ান্ট ইন্টারনাৎসিওনাল ও এসি মিলান। ৩৫-এ এসেও যেমন ভাবে পারফর্ম করছেন মডরিচ, তাতে করে ক্লাবগুলোর আশা অন্তত আরও দুই বছর সর্বোচ্চ পর্যায়ে খেলে যেতে পারবেন এই ক্রোয়াট তারকা।

এ বিভাগের আরো খবর