জন্ম যে দেশে সেই পর্তুগালে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ খেলতে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালডো। পর্তুগিজ সুপারস্টারের গোলহীন দিনে পোর্তোর কাছে হারল তার দল ইউভেন্তাস।
পোর্তোর মাঠে ঠিক বুঝে ওঠার আগেই চমক পায় সেরি আর জায়ান্টরা। ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে দুটি গোল হজম করে বিপদে পড়তে হয় তুরিনের ওল্ড লেডিদের। ম্যাচের শেষ মুহূর্তে গোলে ফিরতি লেগের ভরসা নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে পিরলোর শিষ্যরা।
ম্যাচ শুরুর মাত্র ৬৩ সেকেন্ডেই ইউভেন্তাসের জালে বল জড়িয়ে লিড নেয় পোর্তো। টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম গোলটি আসে সফরকারীদের রক্ষণের ভুলের মাশুল হিসেবে।
ইউভেন্তাসের ডিফেন্ডার রদ্রিগো বেনতাকুরের ভুল পাসে ডি-বক্সের ভেতরে বল পেয়ে তা ঠিকানায় পৌঁছে দিতে ভুল করেননি পোর্তোর মেহেদি তারেমি। তার গোলের অস্বস্তি নিয়ে বিরতিতে যায় ইউভেন্তাস।
বিরতি থেকে ফিরে মাঠে নেমে মাত্র ১৯ সেকেন্ডের মধ্যে দ্বিতীয় বার পিছিয়ে পড়ে ইতালিয়ান চ্যাম্পিয়নরা । ডান প্রান্ত থেকে উইলসন মানাফার পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে গোলপোস্টের ডানে কোনাকুনি নিচু শটে বল জালে জড়ান মালির ফরোয়ার্ড মুসা মারেগা।
পোর্তোর জোড়া আঘাতে পিছিয়ে পড়া ইউভেন্তাস এ দিকে ম্যাচে ফেরার জন্য হন্য হয়ে ওঠে। ম্যাচের ৮২ মিনিটে অ্যাওয়ে গোলটি আদায় করে ব্যবধান কমায় সফরকারীরা। বাম প্রান্ত থেকে রাবিওর ক্রসে ডি-বক্সের মাঝখান থেকে বল জালে জড়ান ফেদেরিকো চিয়েসা।
ব্যবধান ২-২ নিয়ে মাঠ ছাড়তে পারত ইউভেন্তাস। ম্যাচের অতিরিক্ত মিনিটে পোর্তোর পেনাল্টি বক্সে ফাউল হয়েছেন বলে দাবি করেন রোনালডো। রেফারি ভ্রুক্ষেপ না করায় প্রথম বার কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইউভেন্তাসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে পোর্তো।
হারলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ইতালিতে ফেরে ইউভে। আগামী ১০ মার্চে ফিরতি লেগে এই গোলটিই আত্মবিশ্বাস জোগাবে ওল্ড লেডিদের।