বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক গোলের জয় মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম আবাহনীর

  •    
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৫৬

দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা। একই ব্যবধানে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে জয়ে ফিরেছে চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম রাউন্ডের ম্যাচে জয় তুলে নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী। লিগে মুক্তিযোদ্ধার এটা দ্বিতীয় জয়। আর দীর্ঘ পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল বন্দরনগরীর আবাহনী। বুধবার দুই দলই খেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা।

৪১ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন ক্যামেরুনের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেকামেঙ্গা। মেহেদি হাসানের পাস থেকে বেকেমেঙ্গার ব্যাক হেডে পুলিশের গোলকিপার নেহালকে বোকা বানিয়ে জালে চলে গেলে লিড নেয় মুক্তিযোদ্ধা।

ম্যাচের শেষ মুহুর্তে পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ ছিল পাকির আলীর পুলিশ দল।

পেনাল্টিকে গোলে পরিণত করতে ব্যর্থ হন বাল্লো ফামৌসা। তার শট ঠেকিয়ে জয় নিশ্চিত করেন মুক্তিযোদ্ধার গোলকিপার মাহফুজ হাসান প্রিতম।

এদিকে দিনের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী।

মানিক মোল্লার একমাত্র গোলে জয় পায় চট্টগ্রাম আবাহনী

ম্যাচের ৭২ মিনিটে আবাহনীর জার্সিতে জয়সূচক গোলটি আসে ডিফেন্সিভ মিডফিল্ডার মানিক মোল্লার কাছ থেকে। এই একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের শিষ্যরা। আর টানা চার ম্যাচে হারল কোচহীন ব্রাদার্স ইউনিয়ন।

এই জয়ে লিগের টেবিলে মুক্তিযোদ্ধা সাত পয়েন্ট নিয়ে দশম স্থানে। হারলেও আট পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে সমান ম্যাচ খেলা পুলিশ। আর এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে সাতে চট্টগ্রাম আবাহনী। আট ম্যাচে এক পয়েন্ট নিয়ে তলানিতে থাকা আরামবাগের এক ধাপ উপরে ব্রাদার্স ইউনিয়ন।

এ বিভাগের আরো খবর