বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এমবাপে উড়িয়ে দিলেন বার্সেলোনাকে

  •    
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১৯

নক আউটের প্রথম লেগে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপে।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ নক আউট শুরুর আগে সবার নজর ছিল এই ম্যাচটিতেই। বারবার ঘুরে ফিরে আসছিল ২০১৬-১৭ মৌসুমের ঐতিহিসিক ‘রেমনতাদা’। যেখানে পিএসজির মাঠে ৪-০ গোলে হারার পরও নিজের মাঠে ৬-১ গোলে ম্যাচ জিতে বার্সেলোনার পৌছে গিয়েছিল পরের রাউন্ডে।এবারও অনেকটা সেরকম হলো। বার্সেলোনা হারল ৪-১ গোলে। তবে, প্রতিপক্ষের মাটিতে নয়। নিজেদের দুর্গ কাম্প ন্যুয়েই ভরাডুবি হলো বার্সেলোনার। অর্থাৎ পরের রাউন্ডে যেতে হলে, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এর মাঠে বার্সেলোনাকে জিততে হবে অন্তত চার গোলের ব্যবধানে।বার্সেলোনার এমন দুর্দশার পেছনে মূল কারণ কিলিয়ান এমবাপে। ২২ বছর বয়সী এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস লিগ হ্যাটট্রিক পেয়েছেন। তার গতি ও পজিশনিং ফুটবলের কোনো জবাব ছিল বার্সার কাছে।প্রথমার্ধে দুই দলই লড়াইটা করে সমানে-সমান। লিওনেল মেসির পেনাল্টি গোলে ২৭ মিনিটে এগিয়ে যায় ঘরের দলই। পিএসজি ডিফেন্ডার লেভঁ কুজাওয়া নিজেদের বক্সে ফ্র্যাংকি ডি ইয়ংকে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।স্পট থেকে কোনো ভুল করেননি মেসি। এই নিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা ১৭ মৌসুমে গোল করার রেকর্ডে ভাগ বসালেন এই আর্জেন্টাইন সুপারস্টার। আগে রেকর্ড গড়েন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি স্ট্রাইকার রাউল গঞ্জালেস।পিছিয়ে পড়ার পাঁচ মিনিটের মধ্যেই সমতা ফেরায় পিএসজি। মার্কো ভেরাত্তির অ্যাসিস্ট থেকে ম্যাচে নিজের প্রথম গোল করেন এমবাপে। ১-১ স্কোরলাইনেই শেষ হয় প্রথমার্ধ।বিরতির পর হাই লাইন ডিফেন্সের খেসারত দিতে হয় বার্সেলোনাকে। ডিফেন্সকে ফাঁকি দিয়ে লিয়ান্দ্রো পারেদেস বল ছাড়ে আলেসান্দ্রো ফ্লোরেনসির উদ্দেশে।বল নিয়ে বেশ খানিকটা দৌঁড়ে ডান প্রান্ত থেকে বক্সে এমবাপেকে পাস দেন পারেদেস। নিজের দ্বিতীয় গোল করতে কোনো ভুল করেননি ফ্রেঞ্চ তারকা।তৃতীয় গোল আসে ৭০ মিনিটে। সেট পিস থেকে পারেদেসের নিঁখুত ক্রস বক্সে খুঁজে নেয় ময়েস কিনকে। কাছ থেকে হেডারে বার্সা গোলকিপার মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন তিনি।এমবাপে হ্যাটট্রিক পূরণ করেন ম্যাচ শেষ হওয়ার মিনিটে পাঁচেক আগে। পিএসজি বক্সের কাছে বলের নিয়ন্ত্রণ হারায় বার্সেলোনা। সেখান থেকে বল নিয়ে বিদ্যুত বেগে কাউন্টার অ্যাটাক করেন ইউলিয়ান ড্র্যাক্সলার। তার পাস থেকে বার্সেলোনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন এমবাপে।চ্যাম্পিয়নস লিগে ২৪ বছর পর প্রতিপক্ষের হ্যাটট্রিক দেখল কাম্প ন্যু। ১৯৯৭ সালে ডিনামো কিয়েভের আন্দ্রিই শেভচেঙ্কো হ্যাটট্রিক করেন বার্সেলোনার মাঠে।চ্যাম্পিয়নস লিগে এই প্রথম ঘরের মাঠে টানা দুই ম্যাচ হেরেছে বার্সেলোনা। এর আগে গ্রুপের শেষ ম্যাচে ইউভেন্তাসের কাছে ৩-০ গোলে হেরেছিল বার্সা।ম্যাচের দ্বিতীয় লেগ খেলতে ১১ মার্চ প্যারিসের মাঠে নামবে বার্সেলোনা।

এ বিভাগের আরো খবর