বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছয় গোলের রোমাঞ্চ ছড়াল জামাল-বারিধারা ম্যাচ

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৩২

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার শেখ জামাল-উত্তর বারিধারা ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলের নাটকীয়তায়।

জয়-পরাজয় ছাড়াও যে খেলা রোমাঞ্চকর হতে পারে তার একটা উদাহরণ হতে পারে শেখ জামাল-উত্তর বারিধারা ম্যাচ। দিনের শেষ ম্যাচে ছয় গোলের উৎসবে মেতে ওঠে গ্যালারি।

হেভিওয়েট শেখ জামালের জন্য চমক উপহার দিয়েছে বারিধারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচ শেষ হয়েছে ৩-৩ গোলের নাটকীয়তায়।

লিগে এর আগে টানা দুই ম্যাচে হোঁচট খেয়ে মনোবল কিছুটা কমে যাওয়া শেখ জামাল এ ম্যাচে তুলনামূলক দুর্বল বারিধারার সঙ্গে জয়ে ফেরার আশায় ছিল।

সেই আশায় গুড়েবালি দেয় বারিধারা।

যদিও ম্যাচের শুরুতে এগিয়ে ছিল শেখ জামাল। নয় মিনিটে সুলায়মান সিল্লাহর পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন নুরুল আবসার। সেটাই যেন তাঁতিয়ে তোলে বারিধারাকে।

ম্যাচের ২৮ মিনিটে সুজন বিশ্বাসের গোলে সমতায় ফেরে বারিধারা। প্রথমার্ধের শেষ মিনিটে সুমন রেজার গোলে ম্যাচের লিড নেয় তারা। মোস্তফা কাহরাবার পাস থেকে বল জালে জড়ান সুমনের। তার গোলে লিড নিয়ে বিরতিতে যায় বারিধারা।

ফিরেই শেখ জামালের জালে আরও এক গোল করে ব্যবধান ৩-১ করে ফেলে বারিধারা। এবার কোচনেভের ক্রস থেকে গোল করেন পাপন সিং।

এমন পরিস্থিতিতেই শুরু নাটকীয়তার আগমন। ৭৩ মিনিটে ব্যবধান কমান শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর জবে (৩-২)।

ম্যাচটা পকেট থেকে বের হয়ে বারিধারার পকেটে চলে যাচ্ছিল, একেবারে অন্তিম মুহূর্তে হার এড়ায় শেখ জামাল। সুলায়মানের পাস থেকে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন ওমর জবে।

এভাবেই ম্যাচ শেষ পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট হারাল শেখ জামাল। ফলে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আবাহনীর নিচে তিনে অবস্থান করছে শফিকুল ইসলাম মানিকের দল। আর পাঁচ পয়েন্ট নিয়ে আটে বারিধারা।

এ বিভাগের আরো খবর