লিগে দিনের প্রথম ম্যাচে কাঙ্খিত জয় তুলে নেয় বসুন্ধরা কিংস। পরের ম্যাচে হেভিওয়েট সাইফ পরীক্ষা দিতে নামে ঢাকা আবাহনী। সেই পরীক্ষায় পূর্ণ মার্ক নিয়ে মাঠ ছাড়ে সর্বোচ্চ লিগ চ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো ও হাইতিয়ান কারভেন্স বেলফোর্টে সাইফ বধ নিশ্চিত করে আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রিমিয়ার লিগে নবম রাউন্ডের ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায় ঢাকা আবাহনী।
দুই দলের জন্যই এক কঠিন পরীক্ষা ছিল এই ম্যাচটি।
পল পুটের অধীনে টানা দুই ম্যাচে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা সাইফকে হারানো সহজ ছিল না মারিও লেমসের আবাহনীর।
এমন দুই দলের ম্যাচটা যে ‘বাঘে-বাঘে’ হবে সেটা বলার অপেক্ষা রাখে না।
ম্যাচের প্রথমার্ধ হয়েছেও তাই। টক্বরে-টক্বর দিয়ে লড়েছে দুই দল। কোনো গোলের দেখা না পেয়ে বিরতিতে যায় ম্যাচ।
দ্বিতীয়ার্ধে নেমে সাইফকে চেপে ধরে আবাহনী।
ম্যাচের ৫৩ মিনিটে লিড নেয় আকাশী-হলুদরা। বদলি হিসেবে নামা রায়হানের লম্বা থ্রো থেকে বল সাইফের রক্ষণে বাধা পেয়ে রাফায়েল আগুস্তোর মাথায় পড়ে। বলটা হেডে বারের কোণ বরাবর পাঠান এই ব্রাজিলিয়ান।
বলটা ক্লিয়ার করার সুযোগ ছিল সাইফের ডিফেন্ডার রহমত মিয়ার। গায়ে লেগে জালে চলে গেলে উদযাপনের ভাসে আবাহনী।
ম্যাচের ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী।
টানা দুই ম্যাচে জয়ের পর আবাহনীর কাছে থামল সাইফ
ডান প্রান্ত থেকে জুয়েল রানার ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করেন কারভেন্স বেলফোর্ট। হাইতিয়ানের গোলে ম্যাচটা নিজের করে নেয় সাইফ।
এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে আবাহনী। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে কিংসের নিচেই আছে লেমসের শিষ্যরা। অন্যদিকে পূর্ণ তিন পয়েন্ট খুইয়ে পাঁচে আছে সাইফ। এক ম্যাচ কম খেলে তাদের অর্জন ১৩ পয়েন্ট।