বুন্ডেসলিগায় নিজের মাঠে ধুঁকতে থাকা আরমিনিয়া বিয়েলেফিল্ডের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে বায়ার্ন মিউনিখ। সোমবারের ম্যাচে ৬ গোলের রোমঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ সমতায়।বরফ আচ্ছাদিত মাঠে অনুষ্ঠিত ম্যাচে পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি ২৫তম লিগ গোল করার পরও দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে আরও দুই গোলের প্রয়োজন ছিল বায়ার্ন মিউনিখের।গোল দুটি শোধ করেন কোরেন্টিন টলিসো এবং আলফনসো ডেভিস। তাতেও ম্যাচ জিততে পারেনি বায়ার্ন।খেলা শেষে বায়ার্ন ফরোয়ার্ড এরিক চুপো মটিং বলেন,‘আবহাওয়ার কারণে এটি কঠিন একটি ম্যাচ ছিল। তবে আমরা লড়াকু মেজাজ দেখাতে সক্ষম হয়েছি। ৩-৩ গোলের ড্র যথার্থ।’এই ড্রয়ের পরও লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। তাও আবার দুইয়ে থাকা আরবি লাইপসিগের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে।কাতারে ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করে আসার চার দিন পর মাঠে নেমে শুরুতে ক্লান্ত ছিল বায়ার্ন। এ সময় ২-০ গোলে এগিয়ে যায় বিয়েলেফিল্ড। যে কারণে পয়েন্টে কেড়ে নেয়ার জন্য দ্বিতীয়ার্ধে তিন গোল করতে হয় চ্যাম্পিয়নদের।বায়ার্নের কোচ হানসি ফ্লিক বলেন,‘প্রথমার্ধে একসঙ্গে অনেক কিছুই চলে এসেছিল। আমরা সঠিকভাবে রক্ষন সামলাতে পারিনি। দুটি সুযোগ পেয়ে দুই গোল করেছে বিয়েলেফিল্ড। মাঠের অবস্থাও ভাল ছিল না। তারপরও আমাদের দলটি ফের মানসিক দৃঢ়তা প্রদর্শন করেছে। এই পয়েন্ট পেয়েই আমরা সন্তুষ্ট।’ম্যাচ শুরুর আগেই বৈরি আবহাওয়ার কারণে বরফের মোটা আস্তরণ পড়ে যায় আলিয়াঞ্জ অ্যারেনায়। ম্যাচের ৯ মিনিটেই গোল করে সফরকারি বিয়েলেফিল্ডকে এগিয়ে দেন ডাচ স্ট্রাইকার মিশেল ফ্লাপ। লিগের অভিষেকেই গোলটি পেয়ে যান ২৩ বছর বয়সি এই তারকা।৩৭ মিনিটে ফ্লাপের ক্রস থেকেই হেড করে বায়ার্ন গোলকিপার মানুয়েল নয়ারকে পরাস্ত করেন সেন্টার ব্যাক আমোস পাইপার।বিরতির তিন মিনিট পর লেভানডোভস্কি একটি গোল শোধ করেন। এটি ছিল লিগের ২০ ম্যাচে পোলিশ তারকার ২৫তম গোল। ৪৯ মিনিটে ক্রিস্টিয়ান গেবয়ারের গোলে ফের এগিয়ে যায় সফরকারী দল।শেষ পর্যন্ত ৫৭ মিনিটে টোলিসো এবং ৭০ মিনিটে ডেভিস গোল করে সমতায় ফিরিয়ে আনেন বায়ার্নকে।
বুন্ডেসলিগায় বায়ার্নের হোঁচট
আরমিনিয়া বিয়েলেফিল্ডের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে বায়ার্ন মিউনিখ। সোমবারের ম্যাচে ৬ গোলের রোমঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ সমতায়।
এ বিভাগের আরো খবর/p>