চলে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য লিওপোলদো লুকে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, সোমবার ৭১ বছর বয়সে মারা যান তিনি। কোভিড থেকে সুস্থ হওয়ার পর নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।এই টুইটে এফএ জানায়, ‘আর্জেন্টিনার হয়ে ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী লিওপোলদো লুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এএফএ ও এর সভাপতি ক্লদিও তাপিয়া। তার পরিবার-পরিজনদের প্রতি আমাদের সমবেদনা।’১৯৭৮ বিশ্বকাপে নিজ মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ওই আসরে চার গোল করেন লুকে। সান্তা ফে-তে জন্ম নেয়া লুকে আর্জেন্টিনার হয়ে ৪৩টি আন্তর্জাতিক ম্যাচে ২১ গোল করেন।ক্লাব ফুটবলের অধিকাংশ সময় তিনি খেলেন রিভার প্লেটের হয়ে। বুয়েনোস আইরেসের বিখ্যাত ক্লাবটির হয়ে ১৯৭৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত খেলেছেন লুকে। ২০৭ ম্যাচে ৮৪ গোল করেন। জেতেন ৫টি ক্লাব শিরোপা।১৯৮৫ সালে অবসর নেন সব ধরনের ফুটবল থেকে। মেন্দোসা প্রদেশের ক্রীড়া সচিব হিসেবে কিছুদিন কাজ করার পর ২০১৭ সালে রিভারপ্লেটের রিক্রুট হিসেবেও কাজ করেছেন তিনি।তার মৃত্যুতে বর্তমান ও সাবেক আর্জেন্টাইন তারকারা শোক জানিয়েছেন। কিংবদন্তি আর্জেন্টাইন স্ট্রাইকার গাব্রিয়েল বাতিস্তুতা এক টুইটে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, ১৯৭৮ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ও নায়ক লিওপোলদো লুকে চলে গেলেন। তিনি ছিলেন স্ট্রাইকারদের জন্য বেঞ্চমার্ক।
চলে গেলেন বিশ্বকাপজয়ী লুকে
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, সোমবার ৭১ বছর বয়সে মারা যান তিনি। কোভিড থেকে সুস্থ হওয়ার পর নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
-
ট্যাগ:
- আর্জেন্টিনা
এ বিভাগের আরো খবর/p>