ইউরোপের মতো দেশের ফুটবলে ভিডিও রেফারি অ্যাসিস্টেন্ট (ভিএআর) প্রযুক্তি প্রচলন করতে চান কাজী সালাউদ্দিন। রেফারি নিয়ে বিতর্ক কমাতে এই ব্যয়বহুল প্রযুক্তি আনতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থবারের সভাপতি।
যে মূল্যেই হোক শিগগিরই দেশের ফুটবলে ভিএআর প্রযুক্তি যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছেন সভাপতি।
বিষয়টিকে প্রাধান্য দেয়া হচ্ছে মন্তব্য করে সোমবার আশ্বাস দেন কাজী সালাউদ্দিন, ‘যত কষ্টই হোক, আমাদের যে রিসোর্স আছে তা দিয়ে ভিএআর আনার চেষ্টা করব।’
ইতোমধ্যে প্রযুক্তি নিয়ে অগ্রগতি হিসেবে ফেডারেশনকে নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি। বলেন, ‘এ জন্য আমরা ভিএআরের জন্য আমি আমাদের সাধারণ সম্পাদককে বলেছি ফিফার টেকনিক্যাল অফিসের সঙ্গে কথা বলতে।’
চলতি লিগে রেফারি নিয়ে বিতর্ক এখন চরম পর্যায়ে। বিতর্ক যাতে কমে যায় সে জন্য প্রযুক্তির কার্যকর করতে চান সালাউদ্দিন।
বলেন, ‘অ্যাস অ্যা মেটার অফ ফ্যাক্ট, আমি আগ্রহী এ ব্যাপারে। এই প্রযুক্তি চালু করতে পারলে সবচেয়ে বড় কাজ যেটা হবে, এই বিতর্ক থেকে বের হওয়া যাবে। অলরেডি আমরা ফিফাকে জানিয়েছি।’
ভিএআর প্রযুক্তি যেমন ব্যয়বহুল তেমনি টেকনিক্যাল সাপোর্টও প্রয়োজন। সবদিক থেকে কি দেশের ফুটবলে দ্রুত সময়ে এটা কার্যকর করা সম্ভব?
সালাউদ্দিন যুক্তি দিয়ে বলেন, ‘আমার মনে হয় এটা সম্ভব করতে হবে। কারণ হলো, আমাদের এখানে ডিসিপ্লিনের অভাব। যা ইচ্ছা তাই বলে টেলিভিশনে। কিছু বেইস থাকে, কিছু থাকে না। রেফারি নিয়ে বিতর্ক হয়ই।’
ভিএআর আনার সুবিধা উল্লেখ করে তিনি বলেন, ‘যে জিতবে ভালো, যে হারবে তার কারণটা সে জানবে। যাতে কেউ যেন অ্যাফেক্ট না হয়।
এ জন্য ভিএআর আনার ব্যাপারে আমরা প্রাধান্য দিচ্ছি। একটা দল প্রাকটিস করছে, ম্যাচ জেতার জন্য আসছে। আর রেফারির দোষে যদি হারে এর থেকে দুঃখ তো হতে পারে না।’
প্রযুক্তির আনার পাশাপাশি এর বিশেষজ্ঞদের নিয়োগ দেয়ার বিষয়ে সচেতন বাফুফে সভাপতি বলেন, ‘শুধু ভিএআর এনে লাভ নেই তার সঙ্গে দুই জন বিদেশি টেকনিক্যাল নিয়োগ দিতে হবে। যেন এই বিতর্ক থেকে বের হয়ে আসা যায়।’