বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিএসজির বিপক্ষে থাকছেন না আরাউহো, খেলতে পারেন পিকে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৪১

সোমবার বার্সেলোনা কোচ কুম্যান নিশ্চিত করেন, পিএসজির বিপক্ষে প্রথম লেগে নামা হচ্ছে না আরাউহোর।

এই মৌসুমে বার্সেলোনার সেরা ডিফেন্ডার ছিলেন তরুণ উরুগুইয়ান সেন্টার ব্যাক রোনাল্ড আরাউহো। জেরার্ড পিকের চোটে সুযোগ পেয়ে সেটি দুহাতে লুফে নেন এই ডিফেন্ডার। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের খেলার আগে বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান ভরসার জায়গা হয়ে ওঠেন তিনি।

কিন্তু বাধা হয়ে দাঁড়ায় চোট। ৮ ফেব্রুয়ারি রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে হয় আরাউহোকে। চোট থেকে ফিরে পিএসজির মুখোমুখি হতে পারবেন কি না, সেটি ছিল প্রশ্ন।

বার্সেলোনা কোচ কুমান সোমবার নিশ্চিত করেন, পিএসজির বিপক্ষে প্রথম লেগে নামা হচ্ছে না আরাউহোর।

‘আরাউহো অনুশীলন করেনি। সে পিএসজির বিপক্ষে প্রথম লেগের জন্য প্রস্তুত হবে না’, বলেন বার্সেলোনা কোচ।

চোট কাটিয়ে দলে ফিরতে পারেন জেরার্দ পিকে। স্প্যানিশ সেন্টার ব্যাকের ফেরার বিষয়টি নিয়ে কুম্যান বলেন, পিকের বিষয়ে সিদ্ধান্ত নেবেন মঙ্গলবার।

‘পিকে ঠিক আছে। সে ৪-৫ দিন ধরে দলের সঙ্গে ট্রেনিং করছে এবং শারীরিকভাবে সুস্থ আছে। আমার হাতে সিদ্ধান্ত নেয়ার জন্য আরও এক দিন আছে। সে লম্বা সময় বাইরে ছিল। আমরা কথা বলে আগামীকাল (মঙ্গলবার) সিদ্ধান্ত নিতে পারব’, বলেন কুমান।

২০১৭ সালের পর প্রথম বারের মত চ্যাম্পিনস লিগে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। সেবার প্যারিসে প্রথম লেগ ৪-০ ব্যবধানে হেরে এসে ঘরের মাঠে ৬-১ গোলের অবিশ্বাস্য জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে পা দিয়েছিল ব্লু গ্রানা।

এবার অবশ্য প্রথম ম্যাচটা ন্যু ক্যাম্পে। ২০১৫ সালের পর চ্যাম্পিয়নস লিগ না জেতা বার্সেলোনা তাই চাইবে প্রথম লেগে জয় তুলে নিয়ে এগুনোর পথ সুগম করতে।

এ বিভাগের আরো খবর