ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ন্ত ফর্মে আছে ম্যানচেস্টার সিটি। টানা ১১ ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের সবার ধরাছোঁয়ার বাইরেই আছে পেপ গার্দিওলার দল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে তারা। ম্যাচও খেলেছে একটি কম।প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শিরোপা জেতায় ফেভারিট ধরা হচ্ছে তাদেরকেই। দলের এমন ফর্মের পেছনে বোদ্ধারা গার্দিওলার ট্যাকটিকসকে কৃতিত্ব দিলেও, এই স্প্যানিশ কোচ মূল কৃতিত্ব দিতে চান নিজের খেলোয়াড়দের। একক কোনো খেলোয়াড় নন, গার্দিওলার কাছে সাফল্যের মন্ত্র তার দলীয় শক্তি।‘আমাদের মেসি, ক্রিস্টিয়ানো, এমবাপে বা নেইমারের মতো কেউ নেই। যা করার দল হিসেবেই আমাদের করতে হয়।’মেসির সাবেক কোচ গার্দিওলা জানান দলে বিশ্বসেরাদের কাউকে পেলে তার অনেক সুবিধা হতো ঠিকই, কিন্তু আপাতত নিজের স্কোয়াড নিয়ে সন্তুষ্ট তিনি।‘সত্যি কথা বলতে তাদের মতো প্রতি ম্যাচে চার গোল করা খেলোয়াড় থাকলে দারুণ হতো। কিন্তু আমার স্কোয়াডে এই মুহূর্তে যারা আছে তাদের এই মৌসুমে বদলাতে চাই না। কাউকেই না।’দলের পড়তি সময়ে বা বাজে ম্যাচের পর টিম স্পিরিটকে প্রশংসা করেছেন বিশ্ব সেরা এই কোচ। সিটি অধিনায়ক ফার্নানদিনিয়োকে কৃতিত্ব দিচ্ছেন তিনি।‘মাঠ ও মাঠের বাইরে খারাপ সময়ে দলকে যেভাবে একসঙ্গে ধরে রেখেছে অধিনায়ক ফার্নানদিনিয়ো, সে জন্য অনেকবারই আমি তার প্রশংসা করেছি। খারাপ সময়ে বড় দল ও বড় খেলোয়াড়দের এই গুণটা থাকে। এই মৌসুমে আমাদের বেশ কয়েকবারই খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে।’টটেনহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে দেয়ার পর, চারদিন বিশ্রাম পাচ্ছেন পেপ ও তার শীষ্যরা। বুধবার রাতে এভারটনের বিপক্ষে লিগে আবার মাঠে নামছে ম্যানচেস্টার সিটি।
মেসি-রোনালডোকে ছাড়াই ভালো আছেন গার্দিওলা
দলের ফর্মের পেছনে বোদ্ধারা গার্দিওলার ট্যাকটিকসকে কৃতিত্ব দিলেও, এই স্প্যানিশ কোচ মূল কৃতিত্ব দিতে চান নিজের খেলোয়াড়দের। একক কোনো খেলোয়াড় নন, গার্দিওলার কাছে সাফল্যের মন্ত্র তার দলীয় শক্তি।
-
ট্যাগ:
- গার্দিওলা
এ বিভাগের আরো খবর/p>