বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দারুণ কামব্যাকে টানা দ্বিতীয় জয় মোহামেডানের

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৪৫

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে ২-১ গোলে ব্রাদার্সকে হারায় সাদা-কালোরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে এক গোলে পিছিয়ে থেকে দারুণ এক ফেরার গল্প উপহার দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে ২-১ গোলে জয় পায় সাদা-কালোরা।

এর আগে লিগে বাংলাদেশ পুলিশকে হারিয়ে পাঁচ ম্যাচ পর জয় পায় মোহামেডান। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে পয়েন্ট টেবিলের তলানির দল ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে মুখোমুখি হয় তারা। ছয় ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া ব্রাদার্সই ম্যাচের শুরুতে চমকে দেয় শন লেনের মোহামেডানকে।

ম্যাচের ১১ মিনিটে ফয়সাল মাহমুদের লম্বা ক্রস থেকে চিপ শটে বল জালে জড়িয়ে ব্রাদার্সকে লিড এনে দেন জোসেফ নুর রহমান।

এক গোলের পিছিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।

দ্বিতীয়ার্ধে এসে টানা আক্রমণের সুফল হিসেবে ৭২ মিনিটে কাঙ্খিত গোলে সমতায় ফেরে মোহামেডান। ডান প্রান্ত থেকে সুলেমান দায়াবাতের ক্রস থেকে আলতো টোকায় বল জালে জড়ান আমির হাকিম বাপ্পি।

হারের বৃত্তে থাকা ব্রাদার্স ইউনিয়ন সাত ম্যাচে এক পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১২তম নম্বরে

ঠিক দুই মিনিট পরই প্রথমবার লিড নেয় মোহামেডান। এবার বাপ্পি গোল করান সতীর্থ সলেমান দায়াবাতকে দিয়ে। আগের গোলের মতো একইভাবে ডানপ্রান্ত থেকে ক্রস করেন বাপ্পি।হেডে বল জালে জড়াতে ভুল করেননি সলেমান। তাদের যুগলবন্দিতেই বলতে গেলে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

টানা জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয়ে অবস্থান করছে মোহামেডান। আর হারের বৃত্তে থাকা ব্রাদার্স ইউনিয়ন সাত ম্যাচে এক পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১২তম নম্বরে।

এ বিভাগের আরো খবর