বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আধুনিক’ পেনাল্টিতে নাখোশ মরিনিয়ো

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪৯

৩-০ গোলে হারের পর শীর্ষ চারে থেকে লিগ শেষ করার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে টটেনহ্যাম হটস্পার। বড় ব্যবধানে হারের পর রেফারিকে দুষছেন স্পার্স ম্যানেজার জোসে মরিনিয়ো।

ম্যানচেস্টার সিটির কাছে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩-০ গোলে হারের পর শীর্ষ চারে থেকে লিগ শেষ করার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে টটেনহ্যাম হটস্পার। বড় ব্যবধানে হারের পর রেফারিকে দুষছেন স্পার্স ম্যানেজার জোসে মরিনিয়ো।সিটির ইরিহাদ স্টেডিয়ামে ২২ মিনিটে টটেনহ্যামের বিপক্ষে পেনাল্টি দেন রেফারি। পিয়েরে এমিল হইবার্গ নিজেদের বক্সে ফাউল করেন সিটির মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ানকে। স্পট থেকে দলকে এগিয়ে নেন রদ্রি।এই পেনাল্টি নিয়েই নাখোশ মরিনিয়ো। আধুনিক ফুটবলে পেনাল্টির সংজ্ঞা পালটে গেছে উল্লেখ করে ম্যাচ শেষে বিবিসিকে তিনি বলেন, ‘পেনাল্টিটা আমার মতে আধুনিক পেনাল্টি। দুই খেলোয়াড়ের সংযোগ হয়েছিল সেটা অস্বীকার করার উপায় নেই। আধুনিক ফুটবলে যে কোনো বাধাই পেনাল্টি। আর সেটা সব সময়ই আমাদের বিপক্ষে যায়।’শুধু ওই পেনাল্টি গোলই নয় আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। দুটি গোলই আসে গুন্দোয়ানের পা থেকে।ইনফর্ম এই জার্মান মিডফিল্ডার শেষ নয় ম্যাচে ৯ গোল করেছেন।দলের শীর্ষস্থান মজবুত করার দিনে এমন পারফরম্যানসে অবশ্য দারুণ খুশি সিটি ম্যানেজার পেপ গার্দিওলা। ম্যাচ শেষে প্রশংসা ঝরল তার কণ্ঠে।‘এটা আমাদের প্রাপ্য ছিল। যেমন খেলতে চেয়েছিলাম তেমন পেরেছি। টটেনহ্যামের বিশেষ গুণ আছে। এর আগে আমরা ভালো খেলেও তাদের বিপক্ষে ২-০ গোলে হেরেছি।’

বার্সেলোনার দায়িত্বে থাকা অবস্থায় মরিনিয়োর রিয়াল মাদ্রিদকে ৫-০ গোলে হারিয়েছেন গার্দিওলা। ওই ম্যাচের পর এই ৩-০ ব্যবধানে মরিনিয়োর দলের বিপক্ষে গার্দিওলার দলের সবচেয়ে বড় জয়।এটি ছিল সিটির টানা ১১ লিগ ম্যাচ জয়। এতে করে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় দলের সঙ্গে ব্যবধান সাতে নিয়ে গেছে সিটি। ২৩ ম্যাচে তাদের সংগ্রহে ৫৩ পয়েন্ট। দুইয়ে থাকা লেস্টারের পয়েন্ট ৪৬, তারা খেলেছে ২৪ ম্যাচ।

এ বিভাগের আরো খবর