বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম রাউন্ডে এসে প্রথমবার পয়েন্ট হারাল বসুন্ধরা কিংস। কাগজেকলমে সবচেয়ে হেভিওয়েট দলটির জয়রথ থামিয়ে দিয়েছে শেখ জামাল। লিগের দুই অপরাজিত দলের ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্র দিয়ে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার হাইভোল্টেজ ম্যাচটিতে কিংসকে রুখে দিয়েছে শেখ জামাল।
লিগের আগের ম্যাচে আবাহনীর সঙ্গে ড্র করে নিজেদের প্রথম পয়েন্ট খোয়ায় পাঁচ ম্যাচে জয়রথে থাকা শেখ জামাল। ওই ম্যাচে লাল কার্ড দেখেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার সলোমন কিং।
অধিনায়ককে ছাড়াই কিংসের বিপক্ষে নামতে হয় শফিকুল ইসলাম মানিকের শিষ্যদের। আর টানা সাত ম্যাচে জয় পাওয়া কিংস নামে পুরো শক্তি নিয়ে।
পুরো ম্যাচে সমান-সমান খেলে দুই দল। দুই দলের জমাট রক্ষণে নির্ধারিত সময়ে তেমন কোনো গোলের সুযোগই তৈরি হয়নি।
আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনায় ভরপুর ম্যাচ তাই থেমেছে ০-০ স্কোরলাইন নিয়েই।
জয় নিয়ে মাঠ ছাড়তে পারত শেখ জামাল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে ধানমন্ডির ক্লাবটি। বদলি হিসেবে নেমে ম্যাচের ৮৮ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেন জাহিদ হোসেন। মাঝমাঠ থেকে দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে দারুণ পাস দেন তিনি।
পয়েন্ট টেবিলে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস
কিংসের তপু বর্মনকে পাশ কাটিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান ওমর জবে। কিন্তু লাইন্স ম্যান ফাউল দিলে গোলবঞ্চিত থাকতে হয় শেখ জামালকে।
শেষ পর্যন্ত ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
এতে অবশ্য বড় ক্ষতি হয়নি কিংসের। ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল অস্কার ব্রুজনের শিষ্যরা। আর টানা দুই ড্রয়ে এক ম্যাচ কম খেলে তিনে নেমে গেছে শেখ জামাল।এক পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে তাদের ওপরে ঢাকা আবাহনী। পরের ম্যাচে জিতলেই দুইয়ে উঠে আসবে শেখ জামাল।