বাংলাদেশ প্রিমিয়ার লিগে অষ্টম রাউন্ডের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে চার গোলে বিধ্বস্ত করেছে ঢাকা আবাহনী। ফ্রান্সিসকো তোরেসের জোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়ে আকাশী-হলুদরা।
গাজীপুরের আহসান উল্লাহ স্টেডিয়ামে ৪-০ গোলে আরামবাগকে উড়িয়ে দেয় আবাহনী। এতে করে জয়ে ফিরল মারিও লেমসের শিষ্যরা। হারের বৃত্ত থেকে বের হতে পারছে না আরামবাগ। টানা সাত ম্যাচেই হেরেছে দগলাস সান্তোসের দল।
এর আগে লিগের আগের ম্যাচে শেখ জামালের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে পয়েন্ট হারায় আবাহনী। এ ম্যাচে ফেভারিট হিসেবে নেমে কাঙ্খিত জয় তুলে নেয় তারা।
ম্যাচের ৩১ মিনিটে লিড নেয় আবাহনী। রায়হান হাসানের ক্রস থেকে গোল করেন ফ্রান্সিসকো তোরেস।
তার ঠিক ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। এবারও রায়হানের ক্রস থেকে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল আদায় করে সমর্থকদের উদযাপনের মুহূর্ত এনে দেন ব্রাজিলিয়ান তোরেস।
প্রথমার্ধে জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে যায় আবাহনী।
টানা সাত ম্যাচে হেরে টেবিলের তলানিতে আরামবাগ
দ্বিতীয়ার্ধেও দুই গোল করে ম্যাচ নিজেদের করে নেয় সফরকারী দল। ম্যাচের ৬১ মিনিটে সাদ উদ্দিনের পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন ডিফেন্ডার মাসিহ সাইঘানি। আধিপত্য ধরে রেখে ম্যাচের অন্তিম মুহূর্তেও গোল আদায় করে আবাহনী।
এবার আরামবাগের বাডি স্মিথের আত্মঘাতী গোলে ৪-০ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে আকাশী-হলুদরা।
এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ঢাকা আবাহনী। আট ম্যাচে ১৮ পয়েন্ট অর্জন করেছে ধানমন্ডির জায়ান্টরা। আর টানা সাত ম্যাচে হেরে টেবিলের তলানিতে আরামবাগ।