বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেভিয়ার মাঠে হার মেনে নিতে পারছেন না কুমান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ ফেব্রুয়ারি, ২০২১ ২০:১৬

হারের পর ফাইনাল পৌঁছাতে ফিরতি লেগে ক্যাম্প ন্যুতে বার্সাকে নি:সন্দেহে পাহাড় সমান চ্যালেঞ্জ পার করতে হবে। সেভিয়ার মাঠে দলের হার মেনে নিতে পারছেন না বার্সেলোনা ম্যানেজার রোনাল্ড কুমান।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে হোঁচট খেয়েছে বার্সেলোনা। কাতালান জায়ান্টদের ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে সেভিয়া।

রামন সানচেস পিহুয়ানে আরো একবার স্বাগতিক হিসেবে সেভিয়ার শক্তিমত্তা প্রমানিত হল বুধবার রাতে। জুলেস কুন্ডের গোলে ২৫ মিনিটে এগিয়ে যায় সেভিয়া। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ইভান রাকিটিচ ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি দলের দারুন এক জয় নিশ্চিত করেন।

হারের পর ফাইনাল পৌঁছাতে ফিরতি লেগে ক্যাম্প ন্যুতে বার্সাকে নি:সন্দেহে পাহাড় সমান চ্যালেঞ্জ পার করতে হবে। সেভিয়ার মাঠে দলের হার মেনে নিতে পারছেন না বার্সেলোনা ম্যানেজার রোনাল্ড কুমান।

‘এই ফল কোনভাবেই মেনে নেয়া যায়না। তারা খুব বেশী উপহার পেয়ে গেছে। ফিরতি লেগটি কঠিন হয়ে দাঁড়াল। আমাদের সামনেও সুযোগ আছে। নিজেদের সেরাটা দেবার চেষ্টা করব। নিজ মাঠে আমার দলের উপর পূর্ণ আস্থা আছে।’

সেভিয়ার প্রথম গোলের দায় বার্সা ডিফেন্ডার সামুয়েল উমতিতি কোনো ভাবে এড়াতে না পারলেও, কুমান তাকে দোষ দিচ্ছেন না।

‘আমরা প্রথম গোলে অনেক খানি ফাঁকা জায়গা রেখেছি। সেটা শুধু ডিফেন্সেই না মিডফিল্ডেও ছিল। উমতিতি ভালো খেলেছে ম্যাচে। অন্যদের মতো তারও ভুল হয়েছে। এটাই ফুটবল। তাকে দোষ দেয়াটা ঠিক হবে না।’

কোপা দেল রের সেমিফাইনালের পর শনিবার রাতেই লিগে আলাভেসের বিপক্ষে নামতে হচ্ছে বার্সেলোনাকে। এরপর মঙ্গলবার ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগের ম্যাচে পিএসজিকে আতিথেয়তা দিবে কাতালান জায়ান্টনা।

এ বিভাগের আরো খবর