ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক এড়াতে ইউরোপের মতো বাংলাদেশের ফুটবলে আসতে পারে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি।
আগামী প্রিমিয়ার লিগ মৌসুমে এই প্রযুক্তি আনার আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এনভয় টাওয়ারে বৃহস্পতিবার হাইজেনিক পার্টনার হিসেবে ‘টামপাকো গ্রুপের’ সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এমন আশ্বাস দেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করব আগামী সিজন থেকেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি চালু করতে। এ বছর আর্থিক সীমাবদ্ধতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।’
ফেডারেশন কাপের পর এবার লিগের শুরু থেকেই বিতর্ক ছড়াচ্ছে রেফারির সিদ্ধান্ত নিয়ে। এ নিয়ে বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা অভিযোগও করেছেন গণমাধ্যমের কাছে।
এই বিতর্ক এড়াতেই ভিএআর প্রযুক্তি আনা হবে বলে জানান সালাম মুর্শেদী। রেফারির ভুল সিদ্ধান্ত খেলারই অংশ বলেও মনে করেন তিনি।
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমার মনে হয় না রেফারিরা ইচ্ছা করে কোনো দলের পক্ষে বাজি বাজায়। তারা যে ভুলগুলো করে সেটা খেলারই অংশ। রেফারিদের এ ধরনের ভুল হয়েই থাকে।’