বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লিগ জিততে পারবেন বিশ্বাস জিদানের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪৯

লা লিগায় হেতাফেকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুইয়ে। খর্বশক্তির দল নিয়ে এমন পারফর্ম্যান্স আত্মবিশ্বাস দিচ্ছে জিদানকে।

খেলোয়াড়দের চোট ও ফর্মে ধারাবাহিকতাহীনতায় ভুগছে রিয়াল মাদ্রিদ। মূল স্কোয়াডে মাত্র ১২ জন সুস্থ খেলোয়াড় আছেন জিনেদিন জিদানের হাতে। একাডেমি ও বয়সভিত্তিক দল থেকে আনকোরাদের দিয়ে কাজ চালাতে হচ্ছে এই ফ্রেঞ্চ ট্যাকটিশিয়ানকে। তারপরও লিগ শিরোপা জেতার ব্যাপারে আশাবাদী জিদান।লা লিগায় হেতাফেকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুইয়ে। খর্বশক্তির দল নিয়ে এমন পারফরম্যান্স আত্মবিশ্বাস দিচ্ছে জিদানকে।‘আমার মনে হয় না এমন কোনো মাদ্রিস্তা আছেন, যারা মনে করেন আমরা লিগ জিততে পারব না। ধারণা তার বিপরীত। তারা (সমর্থকেরা) সব সময়ই ভাবেন, আমরা পরিস্থিত পালটাতে পারব। সেটারই চেষ্টা করে যাচ্ছি।’টানা দুই জয় পেলেও শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে অনেকটাই পিছিয়ে রিয়াল। তবে, জিদান মানছেন মৌসুমে এখনও অনেক সময় বাকি। পালটে যেতে পারে অনেক কিছুই।‘কাজটা কঠিন হবে সন্দেহ নেই। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। এখনও অনেক পথ বাকি।’মূল দলের এদেন অ্যাজার, রদ্রিগো, সার্হিও রামোস, ফেদেরিকো ভালভের্দে, দানি কারবাহাল ও লুকাস ভাসকেস চোটের কারণে মাঠের বাইরে।হেতাফের বিপক্ষে মারভিন পার্কের মতো একাডেমির খেলোয়াড়দের মাঠে নামাতে হয় জিদানকে। তারপরও দ্বিতীয়ার্ধে কারিম বেনজেমা ও ফারল্যান্ড মেনডির গোলে জয় নিশ্চিত করে রিয়াল।২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে রিয়াল। শীর্ষ থাকা আতলেতির সংগ্রহ ৫১ পয়েন্ট। তারা খেলেছে ২০ ম্যাচ। আর ৩ নম্বরে থাকা বার্সেলোনার ঝুলিতে ২১ ম্যাচ থেকে আছে ৪৩ পয়েন্ট।

এ বিভাগের আরো খবর