করোনায় আক্রান্তের কারণে শেখ রাসেলের স্কোয়াডে নেই দলের সর্বোচ্চ গোলদাতা লোপেজ রুদ্রিগেজ। এই ব্রাজিলিয়ানের অনুপস্থিতি বুঝতে দিলেন না সতীর্থ উগুচুকু ওবি মোনেকে। হ্যাটট্রিক ম্যাজিকে দলকে বড় জয় উপহার দিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শেখ রাসেল।
হারের বৃত্তেই আছে আরামবাগ। নতুন কোচ দগলাস দস সান্তোসের অধীনে দুই ম্যাচেই হেরেছে মতিঝিলের দলটি। সবমিলে ছয়টি ম্যাচেই হেরেছে আরামবাগ।
এদিকে করোনায় আক্রান্ত হওয়ার কারণে ডাগ আউটে নেই শেখ রাসেলের নিয়মিত ও অভিজ্ঞ কোচ সাইফুল বারী টিটু। তার অবর্তমানে দলকে জয় এনে দেন সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার।
লিগে আগের ম্যাচে শেখ জামালের কাছে হারে শেখ রাসেল। এই ম্যাচে ফেবারিট হিসেবে নেমে আরামবাগকে হারিয়ে জয়ে ফিরেছে অল ব্লুস।
ম্যাচে আধিপত্য বজায় রেখে ৩৬ মিনিটে লিড পায় শেখ রাসেল। বখতিয়ার দুশবেকভের ক্রস থেকে ডি-বক্সের ভেতর থেকে দারুণ শটে বল জালে জড়ান উগুচুকু ওবি মোনেকে (১-০)।
তার তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল। ডি-বক্সের বেশ বাইরে থেকে বাঁ পায়ে দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মোনেকে (২-০)।
দুই গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন মোনেকে। এবার খালেকুজ্জামানের কাছ থেকে বল পেয়ে দারুণ হেডে গোল করেন এই নাইজেরিয়ান (৩-০)।
এই গোলের মধ্য দিয়ে চলতি লিগ পেল দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে এই আরামবাগের বিপক্ষেই প্রথম হ্যাটট্রিকটি আসে শেখ জামালের ফরোয়ার্ড ওমর জবের কাছ থেকে। মঙ্গলবার মাত্র ১০ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন মোনেকে।
শেখ রাসেলের হয়ে চতুর্থ গোলটি করেন মোহাম্মদ আব্দুল্লাহ। শেখ রাসেলের জার্সিতে এটা আব্দুল্লাহর তৃতীয় গোল
ম্যাচের ৭৩ মিনিটে আরামবাগের জালে আরেকবার বল পাঠিয়ে বড় জয় নিশ্চিত করে শেখ রাসেল। বাম প্রান্ত থেকে খালেকুজ্জামানের ক্রস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে গোলপোস্টের কোণা বরাবর ঢুকিয়ে দেন মোহাম্মদ আব্দুল্লাহ (৪-০)।
দলের জার্সিতে লিগে এটা আব্দুল্লাহর তৃতীয় গোল। এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। আর ষষ্ঠ ম্যাচে হার মেনে নেয় আরামবাগ।
এ জয়ে সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে শেখ রাসেল। আর ছয় ম্যাচ হেরে পয়েন্টহীন আরামবাগ অবস্থান করছে টেবিলের তলানিতে।