ফেডারেশন কাপে ব্যর্থতার পর জয় দিয়ে প্রিমিয়ার লিগের আসরের শুরুতে ছিল স্বস্তি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পয়েন্ট খোয়ানোর মিছিলে যোগ দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। জয় খরায় ভুগছিল তারা। পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল দেশের ঐতিহ্যবাহী দলটি।
ঘরের মাঠ কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়ে ৪৫০ মিনিট পর লিগে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল সাদা-কালোরা।
জয়সূচক গোলটি আসে মোহামেডানের জাপানিজ ফুটবলার উরিও নাগাতা।
এর আগে লিগের প্রথম ম্যাচে আরামবাগকে হারিয়ে লিগ শুরু করে মোহামেডান। এরপরেই অচেনা রূপে ধরা দেয় শন লেনের শিষ্যরা। পরপর পাঁচ ম্যাচে পয়েন্ট খুইয়েছে দলটি। তাদের মধ্যে দুটিতে হার ও তিনটিতে ড্র।
অন্যদিকে নিজেদের সবশেষ ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ড্র করে বাংলাদেশ পুলিশ। তাই দুই দলের জন্য এই ম্যাচটা ছিল জয়ে বৃত্তে ফেরার ম্যাচ।
কুমিল্লার মাঠে শেষ হাসিটা হাসল মোহামেডান।
ম্যাচে আধিপত্য বজায় রেখে ৪৭ মিনিটের মাথায় লিড নেয় লেনের শিষ্যরা। হাবিবুর রহমান সোহাগের পাস থেকে গোল করেন মোহামেডানের জাপানিজ ফুটবলার ঊরুও নাগাতা। তার একমাত্র গোলেই জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালো বাহিনী।
এ জয়ে লিগের পয়েন্ট টেবিলেও দুই ধাপ উপরে উঠল মোহামেডান। সাত ম্যাচে নয় পয়েন্ট নিয়ে ছয়ে উঠে গেছে মতিঝিল জায়ান্টরা। আর এক ম্যাচ কম খেলে সাত পয়েন্ট নিয়ে নয়ে নেমে গেছে বাংলাদেশ পুলিশ।